‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৬ এপ্রিল ২০২০

১০:৪৯:১১ AM
1030079

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মাজমা’র মহাসচিবের বার্তা

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মোবারকবাদ জানিয়ে বিশেষ বার্তা প্রদান করেছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা’র মহাসচিব।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মোবারকবাদ জানিয়ে বিশেষ বার্তা প্রদান করেছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)-এর মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী।

আয়াতুল্লাহ রমজানির বার্তা:

بِسمِ اللهِ الرَّحمنِ الرَّحِيمِ

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَ الْفُرْقَان...

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে

‘রমজান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী…’। [বাকারাহ : ১৮৫]

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মাজমা’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, প্রতিনিধিবৃন্দ ও মুবাল্লিগগণ এবং মাজমা’র সাথে সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিবর্গ!

সালামুন আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে শ্রেষ্ঠ অভিনন্দন ও মোবারকবাদ আপনাদের খেদমতে পেশ করতে পরে আমি আমি গর্বিত।

রমজানুল মোবারক হচ্ছে পবিত্র কুরআনের বসন্ত। রহমত ও মাগফিরাতের মাস, পরওয়ারদেগারের মেহমানির মাস এবং তাঁর প্রশংসকারী ও ইবাদতকারীদের জন্য বসন্তকাল।

পবিত্র এ মাসের বরকতময় দিনগুলো ও আধ্যাত্মিকতায় পূর্ণ রাতগুলোর সূবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সেগুলো থেকে পর্যাপ্ত উপকৃত হয়ে আমরা মহান আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশাবাদী। হজরত আলী (আ.) উত্তম সুযোগের সদ্ব্যবহার করা সম্পর্কে বলেছেন: ((الْفُرْصَةُ تَمُرُّ مَرَّ السَّحَابِ فَانْتَهِزُوا فُرَصَ الْخَيْر)) ‘সুযোগ মেঘের মতো বয়ে যায়। কাজেই উত্তম সুযোগের সদ্ব্যবহার করো’। [নাহজুল বালাগাহ, প্রজ্ঞা নং ২১]

একাগ্রচিত্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, পবিত্র এ মাস এবং হক প্রতিষ্ঠার পথে শহীদ হজরত আমিরুল মু’মিনীন আলী (আ.) এর সম্মানের উসিলায় মুসলিম উম্মাহ’র সকল সমস্যাকে দূর করে দিন। বিশেষভাবে ইয়েমেন, ভারতের কাশ্মিরের মুসলমানদের সমস্যাগুলোক। পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়াসহ অন্যান্য দেশের অসহায় ও নির্যাতিত মুসলিমদেরকে অত্যাচারীদের হাত থেকে পরিত্রাণ দান করুন।

এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষগুলোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর দরবারে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা মানুষদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

আশাবাদী যে, পবিত্র ও মহান এ মাসে মহান আল্লাহর ইচ্ছায় সকল ইসলামি দেশগুলোতে পূর্ণ নিরাপত্তা ও প্রশান্তি প্রতিষ্ঠিত হবে, পাশাপাশি সকল জাতির মাঝে ঐক্য, হৃদ্যতা ও সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। আর বিশ্বব্যাপী সন্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং অত্যাচার ও বৈষম্যতা নির্মূল হবে।

سُبْحَانَ رَبّک رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ؛ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِين؛ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِين

‘পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে’। [সাফফাত : ১৮০]

রেজা রামাজানী

মহাসচিব, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

১ম রমজান, ১৪৪১