‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২ মে ২০২০

৭:১৭:১৯ AM
1032326

করোনার আড়ালে কাশ্মিরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালাচ্ছে ভারত: ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন,তার ভাষায়, করোনা মহামারির আড়ালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মুসলমানদের বিরুদ্ধে নয়াদিল্লি যুদ্ধাপরাধ চালাচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ(বৃহস্পতিবার) ইমরান খানের টুইট বার্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানের ইংরেজি নিউজ নেটওয়ার্ক প্রেসটিভি। খান তার বার্তায় দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন কাশ্মিরের জনসংখ্যা পরিবর্তন ঘটানর চেষ্টা করছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চলে অব্যাহত গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ভারতের তৎপরতাকে  চতুর্থ জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন,  ভারতের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দেয়া উচিত।

খান তার বার্তায় আরও বলেন, জাতিসংঘ কাশ্মিরকে বিতর্কিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কাশ্মিরে অব্যাহত ভারতীয় যুদ্ধাপরাধকে নজরে নেওয়ার দায়িত্ব বিশ্বের রয়েছে বলে দাবি করেন তিনি।

কাশ্মির নিয়ে পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলেও গত বছর এক বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ইমরান খান। বার্তায় তিনি দাবি করেছিলেন,  আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করতে ব্যর্থ হলে কাশ্মির পরিস্থিতি ইসলামাবাদ এবং নয়াদিল্লিকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে নয়াদিল্লির প্রত্যক্ষ শাসনের আওতায় আনার মোদির পদক্ষেপকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে তুঙ্গে বিরাজ করছে পাক-ভারত উত্তেজনা ।

342/