‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

৫ মে ২০২০

৮:১৭:১৬ AM
1033670

পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায়: সোনিয়া-সুব্রমনিয়ামের ক্ষোভ

পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্বোধ আখ্যা দিলেন বিজেপি এমপি সুব্রমনিয়াম স্বামী। অন্যদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, সংকটের মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের থেকে কেন্দ্র ও রেল মন্ত্রণালয় যেভাবে ভাড়া নিচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে সুব্রমনিয়াম স্বামী বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার কতটা নির্বোধ হলে অর্ধাহারে থাকা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় করতে পারে! বিদেশে আটকেপড়া ভারতীয়দের নিখরচায় দেশে ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া। রেল যদি ট্রেন ভাড়া মওকুফ করতে না পারে, তাহলে পিএম কেয়ার্স ফান্ড থেকে কেন সেই টাকাটা মিটিয়ে দিচ্ছে না?’
সুব্রমনিয়ামের দাবি, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দফতরের সঙ্গে তাঁর কথা হয়েছে। বিনাখরচে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ দেবে কেন্দ্র, বাকি ১৫ শতাংশ খরচ দেবে রাজ্য সরকার। খুব শীঘ্রই বিবৃতি প্রকাশ করবে রেল মন্ত্রণালয়।

করোনাজনিত লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকেপড়া শ্রমিক ও অন্যদের নিজ রাজ্যে ফেরাতে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এজন্য সংশ্লিষ্ট যাত্রীদের ভাড়া দিতে হবে বলায় এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

আজ (সোমবার) ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ‘বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের বিনা পয়সায় বিমানে চড়িয়ে দেশে আনার ক্ষেত্রে সরকার তার দায়িত্ববোধ খুঁজে পায়। গুজরাটে একটি প্রকাশ্য কর্মসূচিতে পরিবহণ ও খাবারের জন্য ১০০ কোটি টাকা খরচ করতে পারে সরকার। প্রধানমন্ত্রীর করোনা ফান্ডে ১৫১ কোটি টাকা দেওয়ার মতো উদারতা দেখাতে পারে রেল মন্ত্রণালয়। তখন দেশের এই গুরুত্বপূর্ণ সদস্যদের প্রতিও কেন সমান সৌজন্য দেখানো হবে না। বিশেষত এই কঠিন দুর্দশার মধ্যে বিনামূল্যে রেল সফরও কেন করতে দেওয়া হবে না?'

সোনিয়া গান্ধী আরও বলেন, ‘১৯৪৭ সালের দেশভাগের পরে এই প্রথম এমন দুঃখময় অধ্যায়ের সাক্ষী ভারত, যেখানে এত মানুষের উপর বিপর্যয় নেমে এসেছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক খাদ্য, ওষুধ, অর্থ, পরিবহণ পরিসেবা না পেয়ে পরিবার ও ভালোবাসার মানুষদের কাছে ফিরতে  কয়েক শ' কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হয়েছেন। এই সংকটের সময়ে কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রণালয় তাঁদের থেকে ভাড়া নিচ্ছে, এটা খুবই কষ্টের।'

কংগ্রেসের সিদ্ধান্তের কথা জানিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, 'জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যের দুঃস্থ শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার রেলের ভাড়া বহন করবে প্রত্যেক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এ জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে।'

পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা নিয়ে কংগ্রেস বার বার দাবি তুললেও কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রণালয় তা এড়িয়ে গিয়েছে বলেও সোনিয়া গান্ধীর অভিযোগ।

342/