‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২২ মে ২০২০

৫:২৯:৪১ PM
1039455

ফিলিস্তিনকে মুক্ত করার সূবর্ণ সুযোগ কুদস দিবস : আব্দুল মালেক হুথি

ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর প্রধান বলেছেন: জায়নবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ, আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এবং মধ্যপ্রাচ্যের জাতিসমূহের পাশে থেকেছেন জেনারেল কাসেম সোলেইমানি।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্ব কুদস দিবস উপলক্ষে প্রদত্ত এক ভাষণে ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের প্রধান বলেন, ফিলিস্তিনকে সমর্থনের বিষয়ে মুসলিম উম্মাহ’র যে কর্তব্য রয়েছে তা স্মরণ করিয়ে দেয়ার দিন বিশ্ব কুদস দিবস।

বিশ্ব কুদস দিবস; জায়নবাদ চক্রান্তের বিষয়ে মুসলিম উম্মাহর জাগরণ, দখলকৃত ভূখণ্ড মুক্ত করণ এবং ফিলিস্তিনী জাতির পরিত্রাণের কারণ হতে পারে বলে উল্লেখ করেন আব্দুল মালেক হুথি।

তিনি বলেন: ইয়েমেনের অবস্থান সবসময় ফিলিস্তিনী জাতির পাশেই। আর এটা আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব। জায়নবাদি ইসরাইল প্রতিনিয়ত বিভিন্ন অপরাধযজ্ঞ চালাচ্ছে, পাশাপাশি গাজায় ফিলিস্তিনীদেরকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি তো রয়েছেই। আমরা মার্কিন ও ইসরাইলি পন্য বয়কটের দাবি জানাই, পাশাপাশি তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে কোন প্রচেষ্টার ঘোর বিরোধী।

তিনি বলেন, জায়নবাদি সরকার সমগ্র মুসলিম উম্মাহর শত্রু এবং বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এছাড়া পবিত্র নিদর্শনসমূহ বিশেষ করে মসজিদুল আকসার জন্য বড় হুমকি। ফিলিস্তিনের জনগণের এ অসহায়ত্বের বিপরীতে মুসলিম উম্মাহর উচিত তাদের কর্তব্যানুযায়ী অবস্থান গ্রহণ করা, যা হবে প্রকাশ্য ও কার্যকর।

আনসারুল্লাহ মুভমেন্টের প্রধান বলেন: ইয়েমেন জাতি স্পষ্ট ভাষায় প্রতিরোধ আন্দোলনের অক্ষের পাশে নিজেদের অবস্থানের ঘোষণা দিচ্ছে, পাশাপাশি মসজিদুল আকসা ও পবিত্র নিদর্শনসমূহ রক্ষায় প্রয়োজনীয় সাহায্য প্রদানে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করছে।

আনসারুল্লাহ মুভমেন্টের নেতা তার ভাষণে, জায়নবাদি সরকারের সাথে যেকোন ভাবে সম্পর্ক স্বাভাবিক করণকে শরিয়তগত দিক থেকে হারাম বলে ঘোষণ করেন।

তিনি বলেন: শহীদ সুলেইমানিকে মূলতঃ জায়নবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ, আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এবং মধ্যপ্রাচ্যের জাতিসমূহের পাশে থাকার কারণে হত্যা করা হয়েছে।

সৈয়দ আব্দুল মালেক হুথি তার ভাষণে, সৌদি আরবের কারাগারে আটককৃত ফিলিস্তিনী কয়েদীদেরকে মুক্ত করার বিষয়ে সৌদি আরবের উদ্দেশ্যে একটি প্রস্তাবনা পেশ করে বলেন, আমাদের হাতে আটক ১ পাইলটসহ ৫ সৌদি অফিসারকেও ঐ তালিকায় যুক্ত করতে আমরা প্রস্তুত রয়েছি।#176