‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৬ মে ২০২০

১১:১১:৫০ AM
1040283

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ৩৮০, মৃত ৪ হাজার ১৬৭ জন

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ তে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ১৬৭।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩৫ জন। একইসময়ে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট ৬০ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত সরকারি সূত্রে ওই তথ্য জানা গেছে।করোনা মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় সরকার ৪ দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। আপাতত আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে।

যদিও করোনা মোকাবিলায় লকডাউন পদ্ধতি কার্যকর কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিকুল ইসলাম আজ রেডিও তেহরানকে বলেন, ‘সামাজিক দূরত্ব বা দৈহিক দূরত্ব রাখলে এই রোগ হবে না এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে নানা মতামত দিচ্ছেন। ওনারা হ্যান্ড স্যানিটাইজার, বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা, মাস্ক ব্যবহার করতে বলছেন। লকডাউন যা করা হয়েছে সেই লকডাউন হল শেষ পর্যায়। লকডাউন হল এক ধরণের কারফিউ। সবাইকে বাড়িতে থাকতে হবে। কারফিউ তো চরম পর্যায়ে করা হয়। কোনও কিছু সামাল দেওয়া না গেলে এটা করা হয়। কিন্তু প্রথমেই লকডাউন করে দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতা সম্পূর্ণ তছনছ হয়ে গেছে।’ 

তিনি বলেন, আসলে আমাদের দেশ যারা চালায় তাঁরা অতটা দক্ষ নয়। দক্ষ লোকেদের পরামর্শে তাঁরা চালায়। কিন্তু পরামর্শ নিলে তবে তো। এবং নিতে হবে এমন কোনও বাধ্যবাধকতা তো নেই। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের যে উপদেষ্টারা থাকেন তাদের পরামর্শ মতো যে চলতে হবে এমন নয়।  হঠাৎ একনাগাড়ে লকডাউন শুরু করা হয়েছে। কিন্তু অনেক জায়গায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অবশ্য বলা হচ্ছে যে ধর্মীয় স্থানগুলোতে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। খুব ভালো জিনিস। কিন্তু কোনও কোনও জায়গায় তা পালিত হচ্ছে না। আমি মনে করি এই লকডাউনের কোনও অর্থই হয় না। কোনও মানেই নেই। এরকমভাবে মেনে কিছু করা যায় না।’

তিনি বলেন, ‘আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, জনসংখ্যার ঘনত্ব তা অনেক বেশি। এখানে লকডাউন মানা মুশকিল। যেসমস্ত উন্নত দেশ তারাই বিষয়টি বজায় রাখতে পারছে না। তারাই মানেনি, তারাই ব্যর্থ হয়েছে। বিজ্ঞানীরা যেমন বলছেন করোনা নিয়েই আমাদের বাঁচতে হবে, তাই যদি হয় তাহলে একের প্রক এক এত দীর্ঘ মেয়াদি লকডাউন করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না।’

যে জায়গা খুব স্পর্শকাতর, যেখানে অসুখটা ছড়াচ্ছে সেখানে লকডাউন বজায় রাখা উচিত। বাকি জায়গায় এরকম না করাই উচিত বলে মন্তব্য করেন অধ্যাপক মফিকুল ইসলাম মন্তব্য করেন।#