‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২ জুলাই ২০২০

৭:২৩:৩৪ AM
1052076

সৌদি হামলায় ইয়েমেনে ৮ জন হতাহত (ছবি)

ইয়েমেনের আল-মাকাশ এলাকায় সৌদি জোটের চালানো বিমান হামলায় শিশুসহ মোট ৮ জন হতাহত হয়েছে তথ্য আলমাসিরার।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের সায়াদাহ প্রদেশের সাফরা অঞ্চলের পাশ্ববর্তী আল-মাকাশ এলাকায় সৌদি জোটের চালানো বিমান হামলায় ১ শিশু ও ১ বৃদ্ধা প্রাণ হারিয়েছে এবং এতে অপর ৬ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মাঝে কয়েকটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

আল-মাসিরা জানিয়েছে, মারিয়াম আলী হুসাইন আবু রাইয়াহ ও সামা দ্বাইফুল্লাহ আহমাদ শা’লুল সৌদি জোটের ঐ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। এছাড়া লায়লা মুজাহিদ আলী সাবআন, নায়েফ আহমাদ দ্বাইফুল্লাহ শা’লুল, মারিয়াম দ্বাইফুল্লাহ শা’লুল, মিলাক হুসাইন রাসসাম, সুরাইয়া আহমাদ শা’লুল ও মুহাম্মাদ আহমাদ দ্বাইফুল্লাহ শা’লুল আহত হয়েছেন।

ইয়েমেনের অসহায় জনগণের উপর কাপুরুষোচিত বিমান হামলা অব্যাহত রাখলেও বরাবরই সৌদি আরব দাবী করে আসছে যে, তারা আমেরিকার পাশে থেকে মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছে।

এর পূর্বে সৌদি আরব কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ইয়েমেনে যুদ্ধবিরতিতে সম্মতি দেয়ার প্রতিশ্রুতি দিলেও দেশটির দূর্ভিক্ষ পীড়িত জনগণের উপর হামলা বন্ধ করেনি। তারা একের পর এক বিভিন্ন আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের গণবাহিনীও সৌদি জোটের এ সকল হামলার জবাবে সৌদি ও জোট বাহিনীর কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেন কর্তৃপক্ষ এর মধ্যে হুশিয়ারি উচ্চারণ করেছে যে, যদি সৌদি আরব যুদ্ধবিরতি থেকে সরে এসে হামলা অব্যাহত রাখে তবে তারা কঠিন জবাবের মুখোমুখি হবে।

সকলের ধারণা ও বিশ্লেষকদের মতামতের উর্ধ্বে জোট বাহিনীর হামলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের গণবাহিনী। এ নাগাদ গণবাহিনীর প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সৌদি জোট। এমনকি ইয়েমেনিরা জোট বাহিনীতে ফাঁটল ধরাতেও সক্ষম হয়েছে। পরিস্থিতি এ পর্যায়ে গড়িয়েছে যে, সৌদি আরবের প্রধান মিত্র দেশগুলোর কয়েকটি দেশ নিজেদের সৈন্যদেরকে ইয়েমেন থেকে প্রত্যাহার বা কমিয়ে আনতে রিয়াদকে বাধ্য করেছে।#176