‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৩ আগস্ট ২০২০

৩:৩৮:২৭ AM
1064691

নাইজেরিয়ার শোক মজলিশে পুলিশি হামলা : ২ ব্যক্তির শাহাদাত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে একটি আযাদারীর অনুষ্ঠানে হামলা চালিয়েছে পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নাইজেরিয়ায় ইমাম হুসাইন (আ.) এর আযাদারদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ‘কাদুনা’ প্রদেশে ইমাম হুসাইন (আ.) এর শোক পালনকারীদের উপর পুলিশের চালানো হামলায় ২ ব্যক্তি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা শাইখ ইব্রাহিম যাকযাকির সমর্থকরা ঐ শোকানুষ্ঠানের আয়োজন করেছিল।

শাইখ যাকযাকির সমর্থকরা সম্প্রতি শান্তিপূর্ণ মিছিল করে অনতি বিলম্বে তাঁর ও তাঁর সহধর্মিনীর নিঃশর্ত মুক্তির দাবী জানায়।

প্রায় ৫ বছর আগে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে অবস্থিত শাইখ যাকযাকির বাসভবনে নৃশংস হামলা চালিয়ে অবৈধভাবে তাকে আটক করে নিয়ে যায় দেশটির সেনাবাহিনী। ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে আয়োজিত শোক মজলিশে নৃশংস এ হামলা চালানো হয়। এতে শত শত নিরীহ মানুষ শহীদ এবং বহু সংখ্যক লোক আহত হয়। বর্বর ঐ হামলায় গুরুতর আহত অবস্থায় শাইখ যাকযাকি ও তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে যায় সেনবাহিনী।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বারবার তার মুক্তির দাবী জানালেও বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছে। প্রতিদিন তাঁর স্বাস্থ্যের অবনতি হলেও তার সুচিকিৎসার জন্য কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি নাইজেরিয়া সরকারকে।#176