‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১১ অক্টোবর ২০২০

২:১৬:১৩ PM
1077475

মহানবি (স.) এর প্রতি অবমাননার মোকাবেলা করতে হবে: আয়াতুল্লাহ রামাজানি

নেদারল্যান্ডে আহলে বাইত (আ.) এ্যাসেম্বলি’র বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আহলে বাইত (আ.) ওয়ার্ল্ড এ্যাসেম্বলি’র মহাসচিব, কোরোনা ভাইরাস সম্প্রসারণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ইন্টারনেট টিভিসহ অন্যান্য মাধ্যম ব্যবহার পূর্বক ভার্চুয়াল জগতে তৎপরতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।

হলে বাইত (আ.) বিশ্ব সংস্থার (আবনা): নেদাল্যান্ডে আহলে বাইত (আ.) এ্যাসেম্বলি’র সাধারণ পরিষদের সদস্যদের বাৎসরিক সভা গত সোমবার (৫ অক্টোবর) আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মহাসচিব আয়াতুল্লাহ ‘রেজা রামাজানি’র উপস্থিতি অনুষ্ঠিত হয়েছে।

নেদারল্যান্ডের বিভিন্ন প্রদেশ থেকে আহলে বাইত (আ.) এ্যাসেম্বলি, নেদারল্যান্ডে’র ৪০ জন প্রতিনিধি স্বাস্থ্য বিধি মেনে ঐ সভায় অংশগ্রহণ করেন। এতে প্রতিনিধিরা নেদারল্যান্ডে বিভিন্ন অঞ্চলে এ সংস্থার তৎপরতার বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

এরপর ভোটের মাধ্যমে নেদারল্যান্ডে ‘উলামা পরিষদ’ ও ‘কার্যনির্বাহী পরিষদ’ গঠিত হয়। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে আহলে বাইত (আ.) এ্যাসেম্বলি, নেদারল্যান্ডের পরিচালক ও তার সহকারী মনোনীত হয়।

ইউরোপে মহানবি (স.) এর প্রতি অবমাননা ও ইসলাম ভীতির মোকাবেলা করতে হবে: আয়াতুল্লাহ রামাজানি

ঐ সভার প্রধান অতিথি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে ইউরোপে তৎপরতার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।  ‘মুসলমানদের অভ্যন্তরীন দ্বন্দ্ব’ ইসলামে বড় বড়  ক্ষতির কারণ হয়েছে –এ কথা উল্লেখ করে আয়াতুল্লাহ রামাজানী বলেন: মুসলমানদের মধ্যকার দ্বন্দ্ব, বিভেদ-বিচ্ছেদের মূল কারণ হচ্ছে ‘অজ্ঞতা’; যা বিভিন্ন সময়ে ইসলামের উপর বড় বড় আঘাত হেনেছে। আর শত্রুরা এ দূর্বলতাকে কাজে লাগিয়ে মুসলমানদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করেছে।

সুইডেন ও ফ্রান্সে মানবতার শত্রুরা মহানবি (স.) ও পবিত্র কুরআনের প্রতি অবমাননা করেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন: মহানবি (স.) এর প্রতি অবমাননার মোকাবিলা এবং ইসলাম ভীতির মোকাবিলা করা আমাদের কর্তব্য।

তিনি বলেন: এ ক্ষেত্রে আহলে বাইত (আ.) এর অনুসারীদের উচিত যুক্তিযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয় আহলে বাইত (আ.) পন্থী ধর্মীয় সংস্থাসমূহের উচিত সদস্যদের সহযোগিতায় এ ধরনের বিষয়াদিতে বাড়বাড়ি এবং চরম উদাসীনতার বিরুদ্ধে অবস্থান নেয়া এবং সেগুলো নিরসনে সোচ্চার হওয়া।

স্থানীয় সংস্থাগুলোর বিভিন্ন তৎপরতায় যুবকদেরকে সুযোগ করে দেয়ার প্রতি তাগিদ দিয়ে তিনি আরও বলেন: ডাচ ভাষায় গ্রন্থ অনুবাদ এবং শিক্ষামূলক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজনসহ বিভিন্ন বিষয়াদিতে সাংস্কৃতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। কোরোনা ভাইরাস সংক্রামনের কারণে গোটা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়েছে, তাই ভার্চুয়াল জগতে তৎপরতা বৃদ্ধি করতে হবে। আর এ ক্ষেত্রে অনলাইন টিভি চ্যানেলের মত মাধ্যম ব্যবহার করা যেতে পারে।

আয়াতুল্লাহ রামাজানি, এ সভা আয়োজনের জন্য নেদারল্যান্ডে আহলে বাইত (আ.) এ্যাসেম্বলির কর্মকর্তাদের প্রতি এবং স্বাস্থ্য বিধি মেনে সভায় উপস্থিত হওয়ার জন্য এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় উপস্থিত বেশীরভাগ সদস্য ডাচ ভাষাভাষী হওয়ায় মাজমা’র মহাসচিব আয়াতুল্লাহ রামাজানির বক্তব্য একই সময়ে ডাচ্ ভাষায় অনুবাদ করা হয়।

এরপর আয়াতুল্লাহ রামাজানির ইমামতি জামাতের সাথে নামায আদায়ের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে আহল বাইত (আ.) বিশ্বসংস্থার ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কার্যক্রম স্থানীয় আহলে বাইত (আ.) এর অনুসারীদের মাধ্যমে পরিচালিত হয়।#176