‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১৫ অক্টোবর ২০২০

৭:০৬:৩৩ AM
1078373

গানজা শহরে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে মাজমার বিবৃতি

আজারবাইজানের গানজা শহরে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মুসলিম হতাহত হয়েছে। বিবৃতি প্রদান করে এ হামলার নিন্দা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজারবাইজানের গানজা শহরে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

মূল বিবৃতি:

বিসমিল্লাহির রহমানির রাহিম

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আযারবাইজানের গানজা শহরের –যেখানে ইমামযাদা ইব্রাহিম বিন মুহাম্মাদ বাকির (আ.)-এর মাজার মোবারক অবস্থিত- উপর আরমেনিয়ার হামলা এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক শিয়া মুসলিমের প্রাণহানী ও আহত হওয়ার ঘটনায় আমরা শোকাহত।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত শিয়া মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চলা অবস্থায় আর্মেনিয়া কর্তৃক বেসামরিক লোকদের উপর চালানো এ হামলার নিন্দা জানায়। এছাড়া এ ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের জন্য মহান প্রতিপালকের দরবারে ক্ষমা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য্য প্রার্থনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

২২/৭/১৩৯৯ (১৩ অক্টোবর ২০২০)

উল্লেখ্য, গত রোববার (১১ অক্টোবর) যুদ্ধবিরতি শুরু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গানজা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর্মেনিয়া। এতে কয়েক তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। হামলায় ৯ ব্যক্তি প্রাণ হারায় এবং ৩৪ জন আহত হয়। নিহতদের মাঝে ৪ জন নারী এবং আহতদের মাঝে ৬ জন শিশু ও ১৬ জন নারী রয়েছে।

আযবাইজানের প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন,  টোচকা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।#176