‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৩ ডিসেম্বর ২০২০

৫:৩৮:২৮ AM
1095109

আল্লামা ‘সৈয়দ হাশেম আল-শাখস’কে আটকের নিন্দায় মাজমা’র বিবৃতি

অনতি বিলম্বে সৌদি আরবের বিশিষ্ট শিয়া আলেম আল্লামা ‘সৈয়দ হাশিম আল-শাখসে’র মুক্তির দাবী জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি আরবের স্বৈরাচারী বাহিনী কর্তৃক এদেশের বিশিষ্ট আলেম আল্লামা ‘সৈয়দ হাশিম আল-শাখসে’র নিন্দায় বিবৃতি প্রকাশ করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

অনতি বিলম্বে এ শিয়া আলেমের মুক্তির দাবী জানিয়ে, ন্যাক্কারজনক এ ঘটনার বিপরীতে নিরব না থাকার জন্য মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর প্রতি আহবান জানানো হয়েছে ঐ বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম ও আরব বিশ্ব আবারও জাজিরাতুল আরবে ইসলাম ও সন্ধির প্রতি আহবানকারী প্রখ্যাত এক আলেমকে আটক এবং তার প্রতি অবমাননার সাক্ষী রইল।

এবার বিশিষ্ট আলেম ও ফকিহ আল্লামা ‘সৈয়দ হাশিম আল-শাখস’কে সৌদি নিরাপত্তা বাহিনী অস্ত্রের জোরে এবং কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করেছে। কি কারণে তাঁকে আটক করা হয়েছে তা এখনও অজ্ঞাত। এ পদক্ষেপ, স্বৈরাচারী সৌদি প্রশাসনের কাতিফ ও আল-আহসা অঞ্চলের ওলামা ও সাধারণ জনগণের প্রতি অবমাননার অন্যতম নমুনা।

নির্দোষ আলেমদেরকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় এ পদক্ষেপ সৌদি প্রশাসনের। যে আলেমরা জামাতের নামায এবং মানুষকে মহানবি (স.) আনীত পবিত্র ইসলাম ধর্মের বিধি-বিধান শিক্ষাদানের মাধ্যমে তাদের শরয়ি ও মানবিক দায়িত্ব পালন করে থাকেন। গত ১১ নভেম্বর ‘সৈয়দ খিদর আল-আওয়ামি’ ও ‘শেখ আব্বাস আল-সাঈদ’কেও ত্রাস সৃষ্টিকারী এক অভিযানের মাধ্যমে সকল ধর্মীয় বিধি-বিধান এবং স্থানীয় ও আন্তর্জাতিক এবং নৈতিক আইন লঙ্ঘন করে আটক করেছে স্বৈরাচারী সরকার। যে সরকার মুখে মুখে বিশ্ব ও আন্তর্জাতিক সমাজে ইসলাম, সন্ধি এবং গণতন্ত্রের বুলি আওড়ায়।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা আলেমদের বিরুদ্ধে এ ধরণের শরয়ি বিধান বহির্ভূত পদক্ষেপ, অবৈধ গ্রেপ্তার ও মানহানীকর পদক্ষেপের নিন্দা জানায়। পাশাপাশি সৌদি আরবে সত্যিকার গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং আল্লামা সৈয়দ হাশিম আল-শাখসকে আন্তর্জাতিক আইন অনুসারে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহবান জানায়।

এছাড়া আন্তর্জাতিক সমাজসহ স্থানীয় মানবাধিকার, মানবিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতি এ মর্মে আহবান জানায় যে, তারা যেন জাতিসংঘ ও মানবাধিকার সংশ্লিষ্ট সকল সনদ ও চুক্তি অনুযায়ী তাদের কর্তব্য পালন করে এবং আল্লামা সৈয়দ হাশিম আল-শাখসসহ অবৈধভাবে আটকে রাখা বিশ্বের সকল ওলামাকে মুক্তির বিষয়ে তাদের কর্তব্য পালন করেন। এক্ষেত্রে নিরবতা, এ সকল সংস্থা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যকে বিঘ্নিত করার পাশাপাশি মানবিক ও ইসলামি উদ্দেশ্যকেও বিঘ্নিত করে।

প্রসঙ্গত, সৌদি আরবের শিয়া অধ্যুষিত আল-আহসা শহরে অবস্থিত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আল্লামা ‘সৈয়দ হাশিম আল-শাখস’কে তার বাসভবনে হামলা চালিয়ে আটক করেছে দেশটির স্বৈরাচারী সরকারের নিরাপত্তা বাহিনী। আল্লামা সৈয়দ হাশিম হিজাজ অঞ্চলের প্রখ্যাত একজন আলেম এবং ইলমি ও সামাজিক অঙ্গনে তৎপর একজন ব্যক্তিত্ব হিসেবে ‘আল-শারকিয়া’ অঞ্চলের শিয়াদের মাঝে সুপরিচিত।#176