‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৬ ডিসেম্বর ২০২০

৯:০৪:৪৯ AM
1096283

ভারতীয় সেনাবাহিনী দক্ষতার সঙ্গে চীনা লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে : রাজনাথ

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে চীনা আগ্রাসনকে কঠোরভাবে মোকাবিলা করেছে ভারত। সেনাবাহিনী দক্ষতার সঙ্গে লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে। বীরত্বের সঙ্গে লড়াই করেছে সেনা। গতকাল (সোমবার) তিনি ওই মন্তব্য করেন। রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যেকোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ এবং অস্তিত্ব রক্ষার জন্য যেকোনও চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত।’

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বণিকসভা ‘ফিকি’র একটি অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিপুল সেনা উপস্থিতি রয়েছে। চীনা সেনা আগ্রাসনের চেষ্টা করলেও ভারতীয় সেনার বীরত্বের ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। সেনাদের ওই বীরত্ব আগামী প্রজন্মের কাছে গর্বের কারণ হতে চলেছে।’

এদিকে, গণমাধ্যমে প্রকাশ, কেন্দ্রীয় সরকার লাদাখে এলাকা পুনর্দখলের দাবি করলেও বিরোধী শিবিরের দাবি, গালওয়ান উপত্যকার একটি বিস্তীর্ণ ভূখণ্ড এ যাত্রায় ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে চীনা সেনা।  চীনের সেনা ঘাঁটি গাড়ায় ওই এলাকাগুলোতে আর টহল দিতে পারছে না ভারতীয় সেনা।

এদিকে, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত গতকাল সোমবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার গার্ডেনরিচ শিপইয়ার্ডে এক যুদ্ধজাহাজ উদ্বোধনের পরে বলেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে সেনা। জল, স্থল ও অন্তরীক্ষে যেকোনও হামলার মোকাবিলা করতে তৈরি আছে ভারতীয় বাহিনী। সম্মুখ সমরের তুলনায় প্রযুক্তিগত ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। আমরা সীমান্ত পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছি। সেখানে সর্বদা সতর্ক রয়েছে সেনা।

জেনারেল রাওয়াত বলেন, ‘উত্তর সীমান্তে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিবর্তন করার চেষ্টা করছে বেজিং। সেদিকে লক্ষ্য রেখে জল, স্থল ও অন্তরীক্ষে ‘উচ্চস্তরের প্রস্তুতি’ নেওয়া হয়েছে। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি রয়েছে সেনাবাহিনী।

‘চীনের তিব্বত অংশে পরিকাঠামো গড়ার কাজ চালিয়ে যাচ্ছে চীন। আমরাও পাল্টা পদক্ষেপ গ্রহণ করছি। যার ফলে নিয়ন্ত্রণরেখায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। প্রত্যেকটি দেশ নিজস্ব সামরিক স্বার্থের কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি নিতে পারে। আমরা ভবিষ্যতে যেকোনও সমস্যার মোকাবিলা করার প্রশ্নে প্রস্তুত রয়েছি’ বলেও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেন। #

342/