‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৫ ডিসেম্বর ২০২০

১:১০:৫০ PM
1099392

পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনা করার অভিযোগ করলেন মোদি, পাল্টা সমালোচনায় সোচ্চার সৌগত

ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে রাজ্য সরকার বঞ্চনা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। তিনি আজ (শুক্রবার) রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। পাল্টা জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দাবি মিথ্যে বলে মন্তব্য করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দিচ্ছে না। ৭০ লাখ কৃষক অনলাইনে কৃষকনিধি সম্মান প্রকল্পের জন্য আবেদন করেছেন। আমার দুঃখ  যে সারা দেশে এই প্রকল্প চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা চালু করা যাচ্ছে না।’

অন্যদিকে, তৃণমূলের সিনিয়র এমপি অধ্যাপক সৌগত রায় বলেন, টাকা রাজ্য সরকারের মাধ্যমে দিতে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য টাকা দেবে আর কেন্দ্র সুবিধা নেবে? রাজ্য সরকার বলেছিল কেন্দ্র কৃষকদের জন্য যে টাকা দেবে, তা রাজ্যের হাতে দিক। এটা খুব সহজ একটা দাবি ছিল। ওরা তা মেনে নিতে পারত। রাজ্য সরকারের অ্যাকাউন্টে টাকা দিলে রাজ্য সরকার তা কৃষকদের অ্যাকাউন্টে পৌছে দিত।’

চলমান কৃষক আন্দোলনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রসঙ্গে অধ্যাপক সৌগত রায় বলেন, ‘মোদির কথায় চিড়ে ভিজবে না। চালাকি করে কৃষক আন্দোলন ভাঙা যাবে না।’

জাতীয় কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ তৃণমূল নেতা অধ্যাপক সৌগত রায় আরও বলেন, ‘মহারাষ্ট্র, কর্নাটকে কৃষকরা ব্যাপকভাবে আত্মহত্যা করছেন। মোদি তার সমাধান করেননি। মূল বিষয় থেকে সরে যাচ্ছেন মোদি।’ মোদি সরকার কৃষকদের সঙ্গে দীর্ঘ কথাবার্তা চালিয়ে আন্দোলন ভেঙে দিতে চাচ্ছেন বলেও অধ্যাপক সৌগত রায় মন্তব্য করেন।#

342/