‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৭ ডিসেম্বর ২০২০

৭:৩৮:৩৬ AM
1099915

মরক্কোর রাজাকে ফোন করলেন নেতানিয়াহু, ইসরাইল সফরের আমন্ত্রণ

মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদের সঙ্গে ফোনে আলাপ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই টেলিফোন কলে তিনি মরক্কোর রাজাকে তেল আবিব সফরের আমন্ত্রণ জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন মধ্যস্থতায় মরক্কোর সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পর নেতানিয়াহু এই আমন্ত্রণ জানালেন। সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিতে দু'পক্ষ সংলাপ এবং যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মরক্কোর রাজার সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর অত্যন্ত উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা একে অপরকে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছেন।

নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এবং উপায় আগেই নির্ধারিত হয়ে রয়েছে।

এদিকে মরক্কোর রাজকীয় মন্ত্রিসভা গতকাল (শুক্রবার) টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে তবে নেতানিয়াহু রাজা ষষ্ঠ মুহাম্মদকে যাওয়া দাওয়াত দিয়েছেন তা উল্লেখ করে নি।#

342/