‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৭ ডিসেম্বর ২০২০

৭:৪০:৪৯ AM
1099918

শহীদ সোলায়মানি ছিলেন আইএস ধ্বংসের রূপকার: জেনারেল হায়দারি

ইরানের সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, শহীদ লেঃ জেনারেল কাসেম সোলায়মানি ছিলেন দায়েশ (আইএস) ধ্বংসের রূপকার এবং এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূলে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তিনি বলেছেন, শহীদ সোলায়মানি শুধু মধ্যপ্রাচ্য থেকে নয় বরং গোটা বিশ্ব থেকে আইএস নির্মূল করার কাজে ভূমিকা রেখেছিলেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলায়মানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শাহাদাতবরণ করেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে তাকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা।

জেনারেল হায়দারি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ সোলায়মানি ছিলেন অগ্রপথিক এবং তিনি জীবিত অবস্থায় তো বটেই এমনকি শাহাদাতের মাধ্যমেও শত্রুদেরকে ধ্বংস ও ধুলিস্যাত করে দিতে ভূমিকা রেখেছেন।

ইরানের এই সেনা কমান্ডার বলেন, আরো অনেকে দায়েশ বিরোধী যুদ্ধে অংশ নিলেও জেনারেল সোলায়মানি এখানে মূল দায়িত্ব পালন করেন।#

342/