‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৮ ডিসেম্বর ২০২০

৮:০৯:১৩ AM
1100377

জেনারেল খলিফা হাফতারকে পাল্টা হুমকি দিল তুরস্ক

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক বলেছে, লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলা হলে হাফতারের অনুগত বিদ্রোহী গেরিলারা তুরস্কের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হূলুসি আকার বলেন, হাফতার একজন যুদ্ধাপরাধী, খুনি এবং তার সমর্থকদের অবশ্যই জানতে হবে যে, তুরস্কের সেনাদের ওপর হামলা হলে তারা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 

জেনারেল হাফতার কয়েকদিন আগে লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি দিয়েছিলেন। এর জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, যদি জেনারেল হাফতার ও তার সমর্থকরা তুরস্কের সেনাদের বিরুদ্ধে হামলা করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা পালানোর জায়গা পাবে না।

জেনারেল হুলুসি বলেন, প্রত্যেকের জ্ঞান-বুদ্ধি হওয়া প্রয়োজন। লিবিয়ার সংকট নিরসনে সবাইকে রাজনৈতিক সমাধানের জন্য অবদান রাখতে হবে। এর বাইরে যে কোনো পদক্ষেপ ভুল বলে বিবেচিত হবে।

২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। একদিকে রয়েছে জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকার এবং অন্যদিকে রয়েছে তবরুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী। তুরস্ক লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দিচ্ছে এবং লিবিয়ার পরিস্থিতি অনুকূলে আনার জন্য সেখানে সেনা মোতায়েন করেছে।#

342/