‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১ জানুয়ারী ২০২১

১:৪৭:৪৫ PM
1101860

আমাদের অঞ্চল একজন সত্যিকার শান্তির যোদ্ধাকে হারিয়েছে: ইরান

ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীর প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের অঞ্চল একজন সত্যিকার শান্তির যোদ্ধাকে হারিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মোহাম্মাদ জাওয়াদ জারিফ বৃহস্পতিবার তার অফিসিয়াল টুইটার পেজে প্রকাশ করা ওই বার্তায় লিখেছেন, “জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডে আমেরিকার স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছে। আমাদের অঞ্চল একজন সত্যিকার শান্তির যোদ্ধাকে হারিয়েছে। জেনারেল সোলাইমানি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) হাত থেকে মধ্যপ্রাচ্যকে মুক্তি দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি মধ্যপ্রাচ্যসহ এর আশপাশের অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন।”

গত বছরের ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লেঃ জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি।#

342/