‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২ জানুয়ারী ২০২১

৭:৪৭:২৮ AM
1102107

ইরানের প্রতিশোধ গ্রহণের ভয় আমেরিকার পিছু ছাড়বে না: জেনারেল মুসাভি

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুররহিম মুসাভি বলেছেন, তার দেশ শহীদ কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে পারে বলে যে ভয় আমেরিকাকে পেয়ে বসেছে তা তাদের পিছু ছাড়বে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি জেনারেল সোলাইমানিকে হত্যার কাজে যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাই ইরানের প্রতিশোধ গ্রহণের আতঙ্কে রয়েছে। তারা গত এক বছর ধরে সব সময় এই ভয়ে রয়েছে যে, যেকোনো সময় সোলাইমানি হত্যার প্রতিশোধমূলক আঘাতে তারা কুপোকাৎ হতে পারে।

জেনারেল মুসাভি আরো বলেন, এসব শক্তি ভালো করে জানে, ইরান এবং এদেশের সর্বোচ্চ নেতা যে কথা বলেন তাতে তাঁরা দৃঢ় সংকল্প এবং তাঁরা যে প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন।

শহীদ সোলাইমানি মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তির যে বীজ বপন করেছেন তা আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, আমেরিকা জেনারেল সোলাইমানিকে হত্যা করে আধিপত্যকামী ব্যবস্থা ও ইহুদিবাদী ইসরাইলের পতনের পথ ত্বরান্বিত করেছে।

গত বছরের ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লেঃ জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি।#

342/