‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩ জানুয়ারী ২০২১

৭:৪৬:৪৮ AM
1102523

সোলাইমানি ও আবু মাহদিকে হত্যা করে আমেরিকা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে: আম্মার হাকিম

ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা আম্মার হাকিম বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার মধ্যদিয়ে আমেরিকা ইরাকের সার্বভৌমত্বকে সরাসরি লঙ্ঘন করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তিনি বলেন, জেনারেল সোলাইমানি এবং আবু মাহদির শাহাদাতের ঘটনা এখনো হৃদয়কে বেদনাবিধুর করে তোলে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মহান এই দুই বীরের বিরাট কৃতিত্বপূর্ণ ভূমিকা ছিল।

জেনারেল সোলাইমানি এবং আবু মাহাদির শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আম্মার হাকিম বলেন, এই দুই মহান যোদ্ধার শাহাদাতের ঘটনাকে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিশৃঙ্খলা ও বিপদ মোকাবেলার কাজে ব্যবহার করতে হবে।

গত বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানি ও আবু মাহদিকে শহীদ করে। এ ঘটনার পাল্টা জবাব হিসেবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ এবং ইরাকের কুরদিস্তানে অবস্থিত আরেকটি সামরিক ঘাঁটিতে ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটি কার্যত গুঁড়িয়ে যায় এবং আমেরিকা কয়েকদফায় ঘোষণা করেছে যে, তাদের মোট ১১০ জন সেনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।#

342/