‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৪ জানুয়ারী ২০২১

৭:২৫:৩০ AM
1102877

জে. সোলাইমানি ও আবু মাহদির শাহাদাত বার্ষিকীতে বাগদাদে বিশাল শোক র‍্যালি

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বাগদাদ বিমানবন্দরের প্রধান সড়কে অনুষ্ঠিত র‍্যালিতে হাজার হাজার শোকার্ত জনতা অংশ নেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহানদিসসহ দু’দেশের ১০ জওয়ান ও কমান্ডার শাহাদাৎবরণ করেন।

শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লে. জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি। 

মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ এবং ইরাকের কুরদিস্তানে অবস্থিত আরেকটি সামরিক ঘাঁটিতে ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটি কার্যত গুঁড়িয়ে যায় এবং আমেরিকা কয়েকদফায় ঘোষণা করেছে যে, তাদের মোট ১১০ জন সেনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।


342/