‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৯ জানুয়ারী ২০২১

১:৩৩:১১ PM
1104376

১১ শিয়া খনি শ্রমিক হত্যার নিন্দায় মাজমা’র বিবৃতি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১১ জন খনি শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে প্রকাশ করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১১ জন শিয়া খনি শ্রমিককে নৃশংসভাবে হত্যার নিন্দায় বিবৃতি দিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

মূল বিবৃতি:

بسم الله الرحمن الرحیم

و سیعلم الذین ظلموا ایّ مُنقَلَبٍ یَنقَلِبون

‘আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তনস্থলে তারা প্রত্যাবর্তন করবে’।

আবারও পাকিস্তানের নিরীহ ও অসহায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে মানবতার শত্রু তাকফিরি (যারা অন্যদেরকে কাফের বলে থাকে) সন্ত্রাসীরা।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বুলান এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাতে ১১ খনি শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলে বাইত (আ.) এর অনুসারীদেরসহ সকল স্বাধীন মানুষের মনে দাগ কেটেছে। এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা), অমানবিক এ সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের জন্য মহান প্রতিপালকের দরবারে উত্তম প্রতিদান ও ধৈর্য কামনা করছে।

এর সাথে সাথে জাতিসংঘসহ বিশ্বের সকল (মানবাধিকার) সংস্থা ও সংগঠনের প্রতি এ মর্মে আহবান জানায় যাতে তারা নিজেদের আন্তর্জাতিক ও আইনগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের অপরাধকাণ্ডের পথরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধকে গুরুত্বের সাথে নেয়।

এছাড়া তাদের উচিত এ গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতিও দৃষ্টি রাখা যে, উগ্রবাদী এ সন্ত্রাসী গ্রুপ শুধুমাত্র মুসলমানদের জন্য হুমকি নয় বরং গোটা মানব জাতির জন্য বিপজ্জনক। এ কারণে এদের পথ রুখতে অনতি বিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ একইভাবে এদেশের আলেম সমাজ ও সামরিক কর্মকর্তাদের গৃহীত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত, আটক ও শাস্তির আওতায় আনতে তাদের প্রতি সর্বাত্মক চেষ্টার আহবান জানায়। যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনার পথ রোধ করা যায়।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

২২ জমাদিউল আওয়াল ১৪৪২

প্রসঙ্গত, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বুলান এলাকার অদূরে মুছি নামক অঞ্চলে ১১ জন খনি শ্রমিককে নৃশংসভাবে হত্যা করে দায়েশ। হতভাগ্য শ্রমিকদের সকলেই ছিল হাজারা সম্প্রদায়ের শিয়া মুসলিম। দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে নির্মম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে।#176