‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৪ জানুয়ারী ২০২১

৭:২৭:৩২ PM
1108841

বুরুন্ডির বিশিষ্ট শিয়া আলেম ‘ইব্রাহিম কিয়োকুমু’র ইন্তেকাল

‘বুরুন্ডি এসনা আশারিয়া উলামা কাউন্সিলে’র সাবেক সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ ‘ইব্রাহিম কিয়োকুমু’ ইন্তেকাল করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বুরুন্ডির বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ ‘ইব্রাহিম কিয়োকুমু’ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম শেখ ‘ইব্রাহিম কিয়োকুমু’ ১৯৬৪ সালে পূর্ব আফ্রিকান দেশ বুরুন্ডির ‘রুমাগাহ’ শহরে জন্ম গ্রহণ করেন।

তিনি প্রাথমিক ও মাধ্যমিক পড়াশুনা (ইন্টারমিডিয়েট) নিজ শহরে শেষ করে ‘মাদরাসাতুস সাক্বাফাতিল ইসলামিয়্যাহ’তে ধর্মীয় শিক্ষা গ্রহণ শুরু করেন। উক্ত মাদ্রাসাতে পড়াশুনা শেষে তিনি উচ্চ শিক্ষার জন্য সুদান যান।

সুদান থেকে ফিরে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়নপূর্বক তিনি ১৯৯০ সালে আহলে বাইত (আ.) এর মাজহাবকে অনুকরণীয় মাযহাব হিসেবে বেছে নেন।

এরপর তিনি নিজ দেশে কুরআন ও ইতরাতের শিক্ষার প্রসার শুরু করেন। ১৯৯৯ সালে বন্ধুদের সহযোগিতায় ‘বুরুন্ডি এসনা আশারিয়া উলামা কাউন্সিল’ প্রতিষ্ঠা করেন এবং শুরুতে উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ ‘ইব্রাহিম কিয়োকুমু’ ২০০৪ সালে ‘বুরুন্ডি এসনা আশারিয়া উলামা কাউন্সিল’ এবং ‘আহলে বাইত (আ.) ইনস্টিটিউটে’র প্রধান হিসেবে নির্বাচিত হন।

দীর্ঘদিন যাবত এ দায়িত্ব পালনের পর দুঃখজনকভাবে ২০১৯ সালে হেপাটাইটিস সি’তে আক্রান্ত হন তিনি।

বিশিষ্ট শিয়া আলেম ও অক্লান্ত পরিশ্রমী এ মুবাল্লিগ গত ১৩ জানুয়ারি-২১  ৫৭ বছর বয়সে মহান আল্লাহর সন্নিধ্য লাভ করেন।#176