‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৪ ফেব্রুয়ারী ২০২১

১২:৩২:২৪ PM
1112279

সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী ‘আবুল হাসান আল-গারিবাউই’ বিমান হামলা নিহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএসআইএস) গভর্নর বাগদাদের পশ্চিমাঞ্চলে চালানো এক বিমান হামলায় নিহত হয়েছে। বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আবু ঘ্রাইবের পার্শ্ববর্তী এলাকা ‘আল-যাইদানে’ ঐ হামলা চালানো হয়।

সূত্র আরও জানিয়েছে, কিছুদিন আগে বাগদাদের আত-তাইরান স্কয়্যারে সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ড ছিল আবু হাসান আল-গারিবাউই। ঐ হামলায় ১ ব্যক্তি নিহত হওয়া ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক আহত হয়।

নিরাপত্তা বিভাগের ঐ সূত্রের সংযোজন: ইরাকের গোয়েন্দা বিভাগের নিখুঁত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শীর্ষস্থানীয় এ দায়েশ সন্ত্রাসী নিহত হয়।

এদিকে, ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডারের মুখপাত্র ‘ইয়াহিয়া রাসুল’ জানিয়েছেন: নিরাপত্তা বিভাগের চৌকস বীরেরা কয়েকদিন আগে বাগদাদে ঘটানো ২ বিস্ফোরণের প্রতিশোধ নিতে কোনরকম কালক্ষেপণ করেনি। তারা ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডারের নির্দেশে কাপুরুষোচিত ঐ বিস্ফোরণের সাথে জড়িতদেরকে ধরতে অনুসন্ধান অব্যাহত রাখে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার সাহসী বীরেরা মহান আল্লাহর উপর ভরসা রেখে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান শুরু করে। সন্ত্রাসীদের উপস্থিতি এবং তাদের অবস্থানের নির্দিষ্ট স্থানের বিষয়ে নিশ্চিত হওয়ার পর এ তথ্য আন্তর্জাতিক জোটের বিমান বাহিনীকে সরবরাহ করলে, আন্তর্জাতিক জোট বিমান হামলা চালায়। বাগদাদের পশ্চিমাঞ্চলে চালানো নিখুঁত হামলায় আবু হাসান আল-গারবাউই নিহত হয়। নিহত শীর্ষস্থানীয় এ সন্ত্রাসী ছিল ইরাকের দক্ষিণাঞ্চলে দায়েশের সামরিক বিভাগের প্রধান এবং বাগদাদের আত-তাইরান স্কয়্যারে চালানো আত্মঘাতী হামলার মাস্টার মাইন্ড।

মুখপাত্র আরও জানিয়েছেন, হামলায় আত-তাইরানে ২ সন্ত্রাসীকে পৌঁছে দেয়ার দায়িত্বে থাকা গানেম সাবাহ জাওয়াদও নিহত হয়েছে। এছাড়া নিহত অপর ৩ ব্যক্তির পরিচয় সনাক্ত করণের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা কাযেমি গত ২৮ জানুয়ারি আবু ইয়াসির আল-ঈসাউই’র নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সহকারী প্রধান এবং ইরাকে দায়েশের গভর্নর ঈসাউই বিশেষ এক অভিযানে নিহত হয় বলে তিনি জানিয়েছিলেন।#176