‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৪ ফেব্রুয়ারী ২০২১

৭:১০:০১ PM
1112365

ড. জওয়াদ মাজলুমির ইন্তেকালে শোক প্রকাশ করে মাজমা’র মহাসচিব বলেছেন: অক্লান্ত পরিশ্রমী, একনিষ্ঠ ও পূণ্যবান এ আলেম ধর্ম প্রচার ও সাংস্কৃতিক অঙ্গনে ঈর্ষনীয় বিভিন্ন অবদান রেখে গেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আয়াতুল্লাহ রামাজানি এক বার্তায় মহামান্য রাহবারের সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপ্যুটি প্রধানহুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. ‘সৈয়দ জাওয়াদ মাজলুমি’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

শোকবার্তা

بسم الله الرحمن الرحیم

প্রিয় বন্ধু মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন নাজাফি রুহানি’র ইন্তেকালের শোক কাটিয়ে উঠতে না উঠতেই হজ্জ ও জেয়ারত অধিদপ্তরের আরও এক প্রিয় ব্যক্তিত্বকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ছিলেন অক্লান্ত পরিশ্রমী, একনিষ্ঠ ও পূণ্যবান একজন আলেম। ধর্ম প্রচার ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি বরকতের এক উৎস হিসেবে বিবেচিত হতেন। তাঁর ইন্তেকালে আমরা শোকাহত।

প্রিয় এ মরহুম, কুরআন ও ইতরাতের শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে হস্তলব্ধ করণ, হজ্জ ও জেয়ারত অধিদপ্তরে হারামাইন শারিফাইনের জিয়ারতকারী ও ইমামগণ (আ.) এর মাজারের জায়েরদেরকে সেবা দান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় আহলে বাইত (আ.) এর অনুসারী ও ভক্তদের সাথে সম্পৃক্ত বিভিন্ন দ্বীনি ও মাজহাবি তৎপরতাসহ ধর্ম ও সামাজিক অঙ্গনে ঈর্ষনীয় বিভিন্ন অবদান রেখে গেছেন।

মরহুমের ইন্তেকালে তাঁর সকল সহকর্মী ও স্বজনদের বিশেষ করে তার পরিবার এবং হজ্জ ও জিয়ারত বিষয়ক অধিদপ্তরে সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও তাঁর সহোদর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ আব্দুল ফাত্তাহ নাওয়াবের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি মহান আল্লাহ দরবারের এ প্রার্থনা করি যেন আহলে বাইতের (আ.) ভক্ত এ আলেমকে আহলে বাইতের (আ.) সাথে মাহশুর এবং তার পরিবারকে ধৈর্য্য দান করেন।

‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’

রেজা রামাজানি

মহাসচবি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

১১ বাহমান ১৩৯৯ (ফার্সি সন)

প্রসঙ্গত, সর্বোচ্চ নেতার সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপ্যুটি প্রধান মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ১৯৬৪ সালে ইরানের যানজান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে হাওযা ইলমিয়া-এ কোমে  পড়াশুনা শুরু করেন, এরপর ১৯৯২ সালে তিনি দরসে খারিজে পড়া শুরু করেন। পাশাপাশি তিনি কোম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

রেজা অসিয়াবানিকে সাথে নিয়ে ‘নূরুল জিনান’ ও ‘জামেউল আহাদিস’সহ বিভিন্ন প্রসিদ্ধ কুরআনিক সফ্টওয়্যার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণ ২০০১ সালে তিনি ইরানের ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘খাদেমুল কুরআন’ খেতাব প্রাপ্ত হন।#176