‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৯ ফেব্রুয়ারী ২০২১

৫:৩০:৩৮ PM
1116881

তৃণমূল যুব নেতা অভিষেকের মানহানির অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহকে সমন পাঠাল আদালত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ (শুক্রবার) বিধাননগরে বিধায়ক-এমপিদের জন্য বিশেষ আদালতের বিচারক ওই সমন জারি করেছেন। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহ অথবা তাঁর প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কোলকাতায় বিজেপি’র রাজ্য দফতরে ওই সমন এসেছে। তবে রাজ্য বিজেপি’র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, অমিতজি আদালতে আসবেন কি না সেটা আইনজীবীরা ঠিক করবেন। তবে আমরা মাঠেও আছি, আদালতেও আছি। আইনের জবাব আইনের পথেই হবে। তৃণমূল রাজনৈতিকভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে।’

অন্যদিকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলেন, ২০১৮ সালের ১১ অগস্ট কোলকাতার মেয়ো রোডে হওয়া বিজেপি’র একটি জনসভায় অমিত শাহের মন্তব্য প্রসঙ্গেই এই মামলা। সেই বক্তব্যে, অমিত শাহ অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন চিটফান্ড সংস্থার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন। অমিতের সেই বক্তব্য দেশের সর্বত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর এতেই অভিষেকের সম্মানহানি হয়। ওই বক্তব্যের পরে ২০১৮ সালের ২৮ অগস্ট ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় অনুযায়ী মামলা করা হয়।

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’র অনেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার নাম না করে তাকে ‘ভাইপো’ উল্লেখ করে বিভিন্ন সভা সমাবেশে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলছেন। এ নিয়েও আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন অভিষেক। তাঁকে ‘ভাইপো’ না বলে নাম নেওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসিতে যেতেও রাজি আছেন বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন।# 


342/