‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : iqna
শনিবার

২০ ফেব্রুয়ারী ২০২১

৮:০২:৩০ AM
1117012

হযরত আব্বাস (আ.)-এর মাযারের সম্প্রসারণের কাজ শুরু + ছবি

জিয়ারতকারীদের অধিক সেবা প্রদানের জন্য হযরত আব্বাস (আ.)-এর মাজারের বাইরের অংশের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এই পবিত্র মাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন বিভাগে পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পবিত্র মুহররম ও সফর সহকারে বিভিন্ন শোকানুষ্ঠানে অংশগ্রহণকৃত লক্ষ লক্ষ জিয়ারতকারীদের সুবিধার্থে কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কিবলা রোডের দু’পাশে নতুন পথ তৈরির কাজ শুরু হয়েছে।

হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের নির্মাণ বিভাগের ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আল-তাওয়েল এ প্রসঙ্গে বলেছেন: কিবলা রোডের আশেপাশের ভবনগুলো ভেঙ্গে ফেলার মাধ্যমে এই এলাকার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। এই উন্নয়ন প্রকল্প সাইয়্যেদুশ শোহাদা (আ.) স্ট্রিট থেকে শুরু হয়ে অস্থায়ী পার্কিং পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন: ১১৫ মিটার দৈর্ঘ্য এবং ১৪ মিটার প্রস্থ সম্পন্ন রোডে কাজ যা প্রায় ১৬১০ বর্গমিটার আয়তন হবে শুরু করা হয়েছে। এই আয়তনের মধ্যে বৈদ্যুতিক কেবল এবং বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

মোহাম্মদ মোস্তফা আল-তাওয়েল আরও বলেন: জিয়ারতকারীদের যাতায়াতের জন্য একটি প্রশস্ত ফুটপাত নির্মিত হবে এবং আলোকসজ্জা স্থাপনের জন্য নির্দিষ্ট স্থান, সিসিটিভি ক্যামেরা এবং বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

সর্বশেষে তিনি বলেন: হযরত আব্বাস (আ.)এর মাযারের উন্নয়নের আওতাধীন এই প্রকল্পটি দ্রুত শেষ করার লক্ষ্যে কর্মী ও খাদেমগণ সকাল ও সন্ধ্যায় দুটি শিফটে কাজ করছেন।

342/