‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday - ABNA24
সোমবার

২২ মার্চ ২০২১

৬:৩৯:০৫ PM
1125434

ইয়েমেনে সৌদি আগ্রাসন প্রসঙ্গে আমেরিকার কাছে ইরানের সর্বোচ্চ নেতার প্রশ্ন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে দেশটির প্রতি কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ফার্সি নববর্ষ উপলক্ষে এক ভাষণে তিনি এসব প্রশ্ন তুলেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : 'ইয়েমেনে সৌদি আগ্রাসন প্রসঙ্গে আমেরিকার কাছে সর্বোচ্চ নেতার প্রশ্ন' শিরোনামে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল বাংলা ফেইসবুক পেইজ।

সর্বোচ্চ নেতা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ওবামা সরকারের সবুজ সংকেত ও ব্যাপক সামরিক সহযোগিতায় সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে। তারা ভেবেছিল ইয়েমেনের নিরস্ত্র ও নিরীহ মানুষের ওপর এত বেশি বোমা ফেলবে যে, এক মাসের মধ্যে ইয়েমেনিরা আত্মসমর্পনে বাধ্য হবে। এখন ছয় বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই জাতি আত্মসমর্পন করেনি। তারা ইয়েমেনে মারাত্মক ভুল করেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এখন (আমেরিকার কাছে) আমার প্রশ্ন-আপনারা যখন যুদ্ধের জন্য সৌদি আরবকে সবুজ সংকেত দিয়েছিলেন তখন কি আপনারা জানতেন তারা কতটা কঠিন অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে? আপনারা কি জানতেন সৌদিরা চোরাবালিতে আটকা পড়তে যাচ্ছে? এখন তারা যুদ্ধ বন্ধও করতে পারছে না আবার তা চালিয়ে যেতেও পারছে না। আপনারা মার্কিনীরা কি জানতেন সৌদি আরবকে কঠিন চোরাবালিতে ঠেলে দিচ্ছেন? যদি আপনারা জেনে এটা করে থাকেন তাহলে বলতে হবে আপনাদের মিত্ররা খুবই দুর্ভাগা, আর যদি আগেই বুঝে না থাকেন তাহলেও বলতে হবে যারা আপনাদের ওপর নির্ভর করে তারা কতটাই না দুর্ভাগা!

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। আর এসব দেশকে মারণাস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ।#

342/