‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৫ মার্চ ২০২১

৮:৫৪:২৯ AM
1126113

৬২৮ বিক্ষোভকারীকে মুক্তি দিল মিয়ানমার

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া বিক্ষোভকারীর সংখ্যা ৬২৮।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত। একই সঙ্গে বিক্ষোভ দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যাচ্ছে মিয়ানমার সরকার। এরই মধ্যে দেশটিতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেনা-পুলিশের হাতে আটক হয়েছেন প্রায় তিন হাজার বিক্ষোভকারী।

তাঁদের মধ্যে ছয় শতাধিক বন্দীকে বুধবার মুক্তি দিয়েছে সেনা সরকার। এর মধ্য দিয়ে চলমান বিক্ষোভে এই প্রথম এ সরকারের কিছুটা নমনীয় মনোভাবের প্রকাশ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার থেকে অন্তত ১৫টি বাসে করে বন্দীদের বের হতে দেখা গেছে। তাঁদের বেশির ভাগই বয়সে তরুণ।#

342/