‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৬ মার্চ ২০২১

১০:০০:১৬ AM
1126458

আইসিসি ঘোষিত লিবিয়ার মোস্ট ওয়ান্টেড কমান্ডার নিহত

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত কমান্ডার মাহমুদ মুস্তাফা বুসাইফ আল-ওয়েরফালি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজিতে যুদ্ধাপরাধের জন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (বুধবার) হাফতারের অনুগত এই কমান্ডারকে বেনগাজীর ব্যস্ত সড়কে গুলি করে হত্যা করা হয়। অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এই কমান্ডার নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্র এই তথ্য জানিয়েছে। 

সূত্রগুলো জানিয়েছে, কমান্ডার মাহমুদ মুস্তাফা বুসাইফ আল-ওয়েরফালি ও চাচাতভাই আয়মান গুলিতে মারাত্মক আহত হন এবং বেনগাজি মেডিক্যাল সেন্টারে নেয়ার আগেই তারা মারা যান। গুলিতে ওয়েরফালির ভাইও আহত হয়েছেন। 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে নি। কমান্ডার ওয়েরফালি নিহত হওয়ার পর বেনগাজির রাস্তায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

ওয়েরফালির বিরুদ্ধে লিবিয়ার ৩৩ জন নাগরিক হত্যা কিংবা হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে আইসিসি দুইবার তাকে দোষী সাব্যস্ত করেছে।#

342/