‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৩১ মার্চ ২০২১

৭:৩৬:৩০ AM
1127757

শিয়াদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা; উল্লেখযোগ্য সংখ্যক হতাহত (সচিত্র)

নাইজেরিয়ায় শিয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলায় ১ ব্যক্তি প্রাণ হারিয়েছে, এতে উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাইজেরিয়ায় শিয়াদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় ১ জন শহীদ এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছেন।

ইমাম মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৯ মার্চ (সোমবার) শেইখ ইব্রাহিম যাকযাকি ও তাঁর স্ত্রীর মুক্তির দাবীতে নাইজেরিয়ার রাজধানী আবুজা’য় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে নাইজেরিয়ার আহলে বাইত (আ.) এর অনুসারীরা।

কোনরূপ উস্কানী ছাড়াই শান্তিপূর্ণভাবে চলমান ঐ সমাবেশ অংশগ্রহণকারীদের উপর গুলি চালায় পুলিশ। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে সমাবেশে অংশগ্রহণকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পুলিশের হামলায় ‘মুহসিন জাফার’ ওরফে মিনা নামক নাইজেরিয়ার এক শিয়া মুসলিম প্রাণ হারিয়েছেন। এছাড়া এতে উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ৭ বছর আগে নাইজেরিয়ার কাদুনা প্রদেশের যারিয়া শহরে অবস্থিত বাকিয়াতুল্লাহ ইমামবাড়ি এবং ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির বাড়িতে হামলা চালায় নাইজেরিয়া সেনাবাহিনী। হামলায় ইমামবাড়িটি ভেঙ্গে দিয়ে শেইখ ইব্রাহিম যাকযাকি ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়। ঐ সময় থেকে অন্যায়ভাবে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাদের উভয়ের উন্নত চিকিৎসা সেবার প্রয়োজন হলেও তাদেরকে সে সুযোগ দেয়া হচ্ছে না।।#176