‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৫ এপ্রিল ২০২১

৯:৩৫:৫৬ AM
1128889

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে; মৃত্যুর সংখ্যা ৫৫০ পার

মিয়ানমারে সামরিক শাসনবিরোধী চলমান বিক্ষোভে এ পর্যন্ত ৫৫৭ জন নিহত হয়েছে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বা এএপিপি এই তথ্য জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সংস্থাটি বলেছে, ৫৫৭ জন নিহত হওয়ার পাশাপাশি এ পর্যন্ত গ্রেপ্তার বা আটক হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ।

মিয়ানমারে স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্র-মানবাধিকারের দাবিতে দুই মাসের বেশি সময় ধরে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সেনা কর্তৃপক্ষের ব্যাপক দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ সত্ত্বেও আন্দোলনকারীরা প্রতিদিনই মিয়ানমারের রাস্তায় নামছেন। তারা সেনাশাসন প্রত্যাখ্যান করছেন। দিনের বেলায় তো বটেই,আন্দোলনকারীরা রাতেও প্রতিবাদে শামিল হচ্ছেন।

মিয়ানমারে সেনাশাসনবিরোধীরা আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘ইস্টার এগ’ তৈরি করেছেন। এই ডিম সেনাশাসনের প্রতি অবজ্ঞা-অবহেলা প্রদর্শনের প্রতীক। আন্দোলনকারীরা গত রাতে প্রতিবাদী মোমবাতি প্রজ্বালনের পর অনলাইনে ইস্টার ডিমের ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে তারা জুড়ে দিয়েছেন সেনাশাসনবিরোধী নানা স্লোগান।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনাবাহিনী মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। অভ্যুত্থানের কয়েক দিনের মধ্যে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।#

342/