‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শুক্রবার

৩০ এপ্রিল ২০২১

১০:৫০:৩৪ AM
1136316

হামলার শিকার মিয়ানমারের ২ বিমানঘাঁটি

মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে। এরমধ্যে একটি বিমানঘাঁটিতে বড় রকমের বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কী দিয়ে ওই হামলা চালানো হয়েছে তা জানা যায় নি। তবে অন্যটিতে রকেট হামলা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (বৃহস্পতিবার) সকালের দিকে ম্যাগওয়ে শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি  অবস্থিত একটি বিমানঘাঁটিতে তিনটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ডেল্টা নিউজ এজেন্সি তাদের ফেসবুক পোস্টে এই খবর দিয়েছে। 

বিস্ফোরণের পর বিমানঘাঁটির আশপাশের রাস্তা-ঘাটে নিরাপত্তা ব্যবস্থা কাড়াকড়ি করা হয়। 

সন্ধ্যার পর ম্যাগওয়ে শহরের উত্তর-পূর্বে অবস্থিত মিকতিলা বিমানঘাঁটিতে অন্তত পাঁচটি রকেট আঘাত হানে। এটি হচ্ছে মিয়নমারের প্রধান বিমানঘাঁটি।  

ডেল্টা নিউজের রিপোর্টার ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন এবং সঙ্গে তিনি একটি ভিডিও ফুটেজ আপলোড করেছেন যাতে বিকট শব্দে রকেট বিস্ফোরিত হতে দেখা যায়। কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করে নি এবং কোনো ক্ষয়ক্ষতির বিষয়েও নিশ্চিত হওয়া যায় নি। 

সম্প্রতি, তাইওয়ান সীমান্তের কাছে মিয়ামারের একটি বিমানঘাঁটিতে হামলা হয়েছিল।#

342/