‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৫ মে ২০২১

৭:৩০:৩১ AM
1144079

ইয়াস সাইক্লোন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ত্রাণ বাবদ অর্থ বরাদ্দে বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আগামী (বুধবার) দুপুরে তীব্র গতিতে বাংলা-উড়িষ্যার মধ্যবর্তী কোনও অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে। সে জন্য বঙ্গোপসাগরবর্তী পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতে আগাম তৎপরতা শুরু হয়েছে। এ নিয়ে সোমবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি আঁচ করে প্রত্যেক রাজ্যের বিপর্যয় খাতে ক্ষতিপূরণ বাবদ অর্থ বরাদ্দ করেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সেই বরাদ্দের পরিমাণ নিয়েই আপত্তি ও বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।    

মমতা আজ এ সম্পর্কে বলেন, ‘বাংলা, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশকে নিয়ে আজ একটা বৈঠক করেছেন অমিত শাহ বাবু। সহযোগিতা করবেন বলেছেন। ঘোষণা করেছেন, উড়িষ্যা ৬০০ কোটির উপরে টাকা পাবে। অন্ধ্র প্রদেশও পাবে ৬০০ কোটির বেশি টাকা। বাংলাকে দেওয়া হবে ৪০০ কোটির সামান্য বেশি। আমি বলেছি, ওড়িশা ও অন্ধ্র প্রদেশের থেকে বাংলা অনেক বড় রাজ্য। আমাদের জনঘনত্ব এবং জেলাও অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন বার বার বঞ্চিত হচ্ছি?’  

মমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও বলেন, ‘আমপানের সময় বলেছিল টাকা দেবে। কেন্দ্রীয় দল এসে ঘুরেও গেল। কিন্তু শেষ পর্যন্ত কিছু হল না। রাজ্যের খাতে মজুত টাকা থেকেই ১ হাজার কোটি ধরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ মাছের তেলেই মাছ ভাজা হয়েছিল। বুলবুলের সময়ও টাকা পাইনি, আমপানের সময়েও নয়, কোভিডেও নয়। এখন আবার আর একটা ঝড় আসছে।’ 

আজ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য ইয়াস মোকাবিলা প্রসঙ্গে বলেন, এখন থেকেই একটা দুর্যোগের আশঙ্কা আছে। ৭২ ঘণ্টা চলবে। সুন্দরবন এলাকা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদ এলাকায় সরানো হচ্ছে।  

মমতা বলেন, ‘আমাদের এখানে ২০ তা জেলায় এই সাইক্লোন ভয়াবহভাবে আক্রমণ করবে। কোথাও একটু কম, কোথাও একটু বেশি হবে। কিন্তু দাপট থাকবে। সেই দাপটের মধ্যে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কোলকাতা তো থাকছেই। তাছাড়া হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলাও থাকবে।’

২০ টা জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

342/