‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

৭ জুন ২০২১

৯:০০:০৯ AM
1148235

রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করলেন মহুয়া, ‘বিজেপির দালাল’ বললেন কুণাল

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি। তিনি আজ (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় রাজ্যপালকে আঙ্কলজি বলে উল্লেখ করে এ সংক্রান্ত মন্তব্য করেন। অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ রাজ্যপালকে ‘বিজেপির দালাল’ বলে মন্তব্য করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তৃণমূল এমপি মহুয়া মৈত্র রাজভবনের কর্মকর্তাদের নাম ও পদমর্যাদা উল্লেখ করে রাজ্যপালের সঙ্গে তাঁদের কী সম্পর্ক সেসব বিস্তারিত উল্লেখ করেছেন। মহুয়ার অভিযোগ, এখানে পুরো তাঁর গ্রাম নিয়ে রাজভবনে বসিয়ে রাখছেন আর সরকারি টাকায় তাঁদের পোষণ হচ্ছে?  তিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে বলে যাবেন। তিনি নিজে আয়নায় দেখুন রাজ্যপালের অফিস আর নিজের চেয়ারকে তিনি কোন তলানিতে নামিয়ে এনেছেন! এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ব্যাপার।   

রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন,  ‘রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত। যা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কিছুই শুনছে না। ফলে অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের সাহস বাড়বে। ভোটে শামিল হওয়ায় এভাবে  বিরোধীদের শাস্তি ও শিক্ষা দেওয়া হচ্ছে।’  তিনি এ ব্যাপারে একটি ভিডিও শেয়ার করে দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও বিরোধীরা কীভাবে সহিংসতার শিকার হচ্ছেন সেসব বিষয়ে মন্তব্য করেন রাজ্যপাল।

এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপাল জগদীপ ধনখড়কে তীব্র কটাক্ষ করে বলেন, ‘রাজ্যপাল সাংবিধানিক পদমর্যাদাকে একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। উনি একজন অতৃপ্ত আত্মা, বিজেপির দালাল। কারণ, নির্লজ্জ বেহায়ার মতো একজন রাজ্যপাল রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যা রাজ্যপাল পদে থেকে দেওয়া যায় না।  বাংলার মানুষ তাঁদের (বিজেপি) পরিবর্তনের ডাককে প্রত্যাখ্যান করার পরে অতৃপ্ত আত্মা, মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধ,  তাঁর কাজ হচ্ছে দিল্লীতে ভেসে থাকার জন্য সকাল থেকে এ ধরণের কাজ করা।’      

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালকে টার্গেট করে আরও বলেন,  ‘যখন কেন্দ্রীয় সরকার করোনার জন্য রেমেডেসিভি দেয়নি, ভ্যাকসিন দেয়নি, অক্সিজেন দেয়নি তখন কেন ট্যুইট করেননি উনি? তখন কী ট্যুইট খারাপ হয়ে  গেছিল?’   রাজ্যপালের উইথড্রল সিনড্রোম আছে। উনি বাড়াবাড়ি করলে ওঁনাকে কিছু আয়ুর্বেদিক পরামর্শ আমরা দিয়ে দেবো বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।#

342/