‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

৮ জুন ২০২১

৫:০৭:০৭ AM
1148520

আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণঘাতী করোনাভাইরাস প্রসঙ্গে বলেছেন, আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি। তিনি আজ (সোমবার) বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আমি যখন কথা বলছি, তখন এই টিটাকরণ সম্পূর্ণ হয়েছে। আমরা কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূর্ণ করেছি। গতবছর এপ্রিলে আমরা টিকা টাস্ক ফোর্স তৈরি করেছি। আরও দ্রুত টিকার সরবরাহ বাড়বে। দেশে ৭টি সংস্থা টিকা তৈরি করছে। ৩টি সংস্থা আলাদা আলাদা টিকার পরীক্ষা চালাচ্ছে। অন্যদেশ থেকেও টিকা  কেনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। শিশুদের জন্যও দু’টি টিকার পরীক্ষা চলছে। এত কম সময়ের মধ্যে টিকা তৈরি করা, মানবতার  জন্য অনেক বড় পাওয়া।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালাবে। দেশের মানুষের খাবার পৌঁছে দেওয়া হবে। চলবে গরীব কল্যাণ অন্ন যোজনা। টিকা  নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল, সেটা কার্যকর হয়নি। ভারত সফল ভাবে টিকাকরণের কাজ করছে।’   

করোনা রোগীদের অক্সিজেন প্রদান সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের ইতিহাসে এত বেশি মেডিক্যাল অক্সিজেনের প্রয়োজন হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে কেন্দ্রীয় সরকার। ১০০ শতাংশ তরল অক্সিজেন তৈরি করার চেষ্টা করা হয়েছে। জরুরি ওষুধ তৈরি কয়েকগুণ বাড়ানো হয়েছে। করোনা রুখতে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।’

‘ভ্যাকসিন হল আমাদের সুরক্ষা কবচ। সারা বিশ্বে যতটা পরিমাণ ভ্যাকসিন দরকার, সেই তুলনায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অনেক কম’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন। #

342/