‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

৯ জুন ২০২১

১০:৩০:২৮ AM
1148898

পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সহিংসতা প্রসঙ্গে রাষ্ট্রপতির কাছে যাবে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা প্রসঙ্গে বিজেপি নেতারা দিল্লীতে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চেয়ে আবেদন জানাবেন। আজ (মঙ্গলবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ওই তথ্য জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি যদি রাষ্ট্রপতির কাছে যেতে চায়, যাবে। ওনাদের বেড়াতে যাওয়ার ইচ্ছা, যাবেন। কিন্তু ওনারা রাজভবনকে (রাজ্যপাল) যেভাবে  ব্যবহার করেছে সেভাবে যদি রাষ্ট্রপতিভবনকেও ব্যবহার করতে যান, এভাবে ব্যাকডোর দিয়ে উঁকিঝুঁকি দিয়ে এই রাজনীতি চলবে না। বাংলার মানুষ এখন কোভিড মোকাবিলা, ‘ইয়াস’-এর ত্রাণের কাজ, সরকারি প্রকল্প প্রতিষ্ঠা করা। কিন্তু ওনাদের কাজ হচ্ছে ব্যাকডোর দিয়ে কীভাবে রাজ্যকে বিরক্ত করা যায় সেজন্য প্রতিহিংসাপরায়ণ আচরণ করা।’   

আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘নির্বাচনের ফলের পরে বাংলায় যে সন্ত্রাস শুরু হয়েছে, তা কমছে না,  বরং বেড়ে যাচ্ছে। আমাদের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৫ হাজারের বেশি লোক ঘরছাড়া। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই সময়ে (নির্বাচনের সময়) আমার সরকার ছিল না তাই গোলযোগ হয়েছে। কিন্তু তিনি শপথ নেওয়ার পরে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের পরে ৪০ জন কর্মীর মৃত্যু হয়েছে। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে এবার  আমরা রাষ্ট্রপতির কাছে যাবো।’ 

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘নির্বাচনেপরাজয়ের পরে এটা বিজেপির লোক দেখানো নাটক। ওদের নিজেদের মধ্যেই লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। ভোটের সময় যা সন্ত্রাস, প্ররোচনা তা বিজেপি দিয়েছে। আর নির্বাচন কমিশন তখন দায়িত্বে ছিলেন।’ ‘মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্রী হিসেবে শপথ নেয়ার পর থেকে পরিস্থিতি শান্ত। কিন্তু সেটা ওনাদের সহ্য হচ্ছে না’ বলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন।#   

342/