‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

১০ জুন ২০২১

৭:১৫:০৬ AM
1149185

বিজেপিকে ‘টুরিস্ট গ্যাং’ বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে তাদেরকে ‘টুরিস্ট গ্যাং’ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (বুধবার) মুর্শিদাবাদের বহরমপুরে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘যারা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কলাপাতায় ভাত খাওয়া, খাটিয়াতে বসে ছবি তোলা, এই করা, সেই করা, গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, এটা হল ফটোশপ,   টুরিস্ট গ্যাংয়ের ছবি। এটা কেবল মার্চ ও এপ্রিল মাসে দেখেছেন। মে মাসের ২ তারিখে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে কাউকে খুঁজে  পাওয়া যাচ্ছে না! মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, জনপ্রতিনিধিরা, কর্মী-সমর্থকরা মানুষের পাশে আছে। সেজন্যই তো আমরা বলেছিলাম, ‘বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়’। সেজন্যই আমরা বলেছিলাম, ‘বহিরাগতদের বাংলায় নেই কোনও ঠাই, বাংলা নিজের মেয়েকে চায়’। এটা প্রমাণিত বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন।      

গত (সোমবার) বাজ পড়ে মুর্শিদাবাদে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ মুর্শিদাবাদের বহরমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। সেখানে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার সাহায্যের ঘোষণা করেছে। রাজ্য সরকার থেকেও ইতোমধ্যেই আর্থিক সাহায্যে করা হয়েছে। যেকোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। ক্ষতিপূরণ দিয়ে তা পূরণ করা যায় না। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে। ওই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করা হবে।’  এরপরেই বিজেপি’র তীব্র সমালোচনা ও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।#

342/