‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শুক্রবার

১১ জুন ২০২১

৯:৪৫:০৮ AM
1149489

বিজেপিতে যাওয়া রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব সম্পর্কে সুর নরম করলেন ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে পুনরায় তাঁর দলে ফেরার জল্পনা শুরু হওয়ায় তাঁকে এবার ‘ছোটো ভাই’ বলে মন্তব্য করে সুর নরম করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পরিবহণ মন্ত্রী ও কোলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের বলেন, ‘আগেই আমি বলেছি রাজীব আমার ছোটো ভাইয়ের মতো। কেন ওর এটা হল, কেন বিজেপিতে গেল এটা আমার কাছেও খুব বিস্ময়কর বিষয়। যাওয়ার আগের দিন শেষ ক্যাবিনেট বৈঠকের দিন ওকে ফোন করেছিলাম। কিন্তু দেরীতে হলেও যদি ‘বোধদয়’ হয় তাহলে সেটা ভালো লক্ষণ। দল এব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেবে। এখনও তৃণমূলে ফেরার জন্য আবেদন আসেনি। পুনরায় যাদের দলে ফিরে আসার আবেদন জমা পড়েছে, তাঁদের সম্পর্কেও সিদ্ধান্ত নেবে দল। কিন্তু দেরীতে বোধদয় হলেও, বোধদয় তো হয়। অনেকে এত ‘নির্বোধ’ থাকে যে বোধ উদয়ই হয় না।’   

গত (মঙ্গলবার) রাজ্যের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটার বার্তায় পরোক্ষভাবে বিজেপি নেতৃত্বের সমালোচনা করায় ফের তাঁর তৃণমূলে ফিরে আসার জল্পনা ছড়িয়েছে। ওই বার্তায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের উদেশ্যে বলেন, ‘সমালোচনা তো অনেক হলো। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লী আর ‘৩৫৬ ধারা’র জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড’ ও ‘ইয়াস’, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।’ 

এরপরেই রাজীব বন্দোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন তা নিয়ে রাজ্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। #

342/