‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

১৭ জুন ২০২১

১০:৩২:০০ AM
1151329

মুসলিমদের ওপর নির্ভর করে কংগ্রেসের ‘মিশন উত্তর প্রদেশ’, ২ লাখ মাদ্রাসার তালিকা তৈরি

ভারতের উত্তর প্রদেশে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রধান বিরোধীদল কংগ্রেস প্রত্যেক ফ্রন্টে প্রস্তুতি শুরু করেছে। দলটি এরইমধ্যে বিভিন্ন বর্ণ ও ধর্মের লোকদের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করেছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, কংগ্রেস মুসলিমদের মধ্যে প্রবেশে মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রাজ্যের ২ লাখ মাদ্রাসার একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এক পরিসংখ্যানে প্রকাশ, উত্তর প্রদেশে মোট ৪০৩ আসনের মধ্যে ১৪৩ আসনে সরাসরি মুসলিমদের প্রভাব রয়েছে। ১০৭ আসনে সংখ্যালঘু ভোটাররা ফলাফল প্রভাবিত করতে পারে। ৭০ টি আসনে মুসলিম জনসংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। ৭৩ টি আসনে মুসলিম জনসংখ্যার হার ৩০ থেকে ৪৫ শতাংশের বেশি।

কংগ্রেসের  দফা পরিকল্পনা প্রস্তুত  

১) মাদ্রাসা থেকে মুসলিম ভোটারদের দলের সাথে যুক্ত করার প্রচার শুরু হবে। ২) গ্রাম থেকে শুরু করে শহরে মহল্লায় চালু দু’লাখ মাদ্রাসার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ৩) দলীয় কর্মীরা ওই মাদ্রাসাগুলোতে গিয়ে ওলামাদের সাথে বৈঠক করবেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের কংগ্রেসের নীতি ও নির্বাচনের এজেন্ডা সম্পর্কে অবহিত করবেন। ৪) মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় তারা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। ৫) করোনা পরিস্থিতিতে যেসমস্ত মুসলিম সমস্যার মুখোমুখি হয়েছিলেন তাদের সহায়তা করবে।

মুসলিম ওবিসি ওপর সর্বাধিক ফোকাস  

রাজ্যে কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি শাহনওয়াজ আলমের মতে, রাজ্যে প্রায় ৮ থেকে ১০ শতাংশ ‘যাদব’ রয়েছেন, কিন্তু মুসলিম ওবিসি’র (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংখ্যা এর থেকে অনেক বেশি। এরমধ্যে বিশেষভাবে ‘আনসারী’দের সংখ্যা বেশি। গোরক্ষপুরে প্রায় সাড়ে ৪ লাখ, মউতে প্রায় সাড়ে ৩ লাখ বেনারসে ৪ লাখ, মুবারকপুর আজমগড়ে প্রায় ২ লাখ এবং আম্বেদকর নগরে প্রায় ৪ লাখ আনসারী রয়েছে। মোট মুসলিম ওবিসি’র মধ্যে প্রায় ৬০ শতাংশ হচ্ছে আনসারী। তাদের বলা হচ্ছে স্বাধীনতার পর থেকে তাঁরা দেশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।   

কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি’র পাশাপাশি সমাজবাদী পার্টির সমালোচনা করা হচ্ছে। বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ জোটবদ্ধতা রয়েছে বলেও প্রচারণা চালানো হচ্ছে।#

342/