‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৭ জুন ২০২১

১:২৭:৩৩ AM
1154144

সিয়েরা লিওনের বিশিষ্ট আলেম আহমাদ তিজান সিলা’র ইন্তেকাল

সিয়েরা লিওনে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম শেইখ ‘আহমাদ তিজান সিলা’ ইন্তেকাল করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিয়েরা লিওনের বিশিষ্ট আলেম এবং দেশটিতে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ ‘আহমাদ তিজান সিলা’ গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন আহলে বাইত (আ.) এর মাযহাবের প্রচারক ও আফ্রিকার বিশিষ্ট আলেমদের একজন এবং সিয়েরা লিওনের ফ্রিটাউন সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম।

এছাড়া, মুসলমান ও খ্রিষ্টানদের নিয়ে গঠিত সিয়েরা লিওনের আন্তঃধর্মীয় পরিষদের সদস্য এবং দেশটির মুসলিম ঐক্য পরিষদের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন তিনি।

প্রায় ২ বছর আগে এক অনুষ্ঠানে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিবে শেইখ ‘আহমাদ তিজান সিলা’কে মাজমার প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন।

প্রসঙ্গত, সিয়েরা লিওন প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকায় অবস্থিত। এর রাজধানী ও সবচেয়ে বড় শহর হল ফ্রিটাউন। ৬০ লাখ জনসংখ্যার দেশটির শতকরা ৭০ ভাগ মুসলমান ও ২০ থেকে ৩০ ভাগ খ্রিষ্টান এবং এর অফিসিয়াল ভাষা হল ইংরেজি। দেশটিতে আহলে বাইত (আ.) এর অনুসারীদের সংখ্যা প্রায় ৬ থেকে ১০ লাখ বলে উল্লেখ করা হয়।#176