‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২ জুলাই ২০২১

১:২৫:১৪ AM
1155982

মানবাধিকার লঙ্ঘনকারী বেশীরভাগ দেশে অস্ত্র রপ্তানি করেছে ব্রিটেন

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখোমুখি ৫৩টি দেশের মধ্যে ৩৯টি দেশে অস্ত্র রপ্তানী করেছে ব্রিটেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): একটি পর্যালোচনা থেকে স্পষ্ট হয়েছে যে, মানবাধিকার লঙ্ঘন ও জনসাধারণের স্বাধীনতা হরণের দায়ে অভিযুক্ত দেশগুলোর দুই তৃতীয়াংশ দেশ গত এক দশকে ব্রিটেন থেকে অস্ত্র আমদানী করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রতিষ্ঠিত মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সক্রিয় গ্রুপ Freedom House ঘোষণা করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখোমুখি ৫৩টি দেশের মধ্যে ৩৯টি দেশে ব্রিটেন অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রপ্তানী করেছে।

২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছরে ঐ সকল দেশে ব্রিটেন ১৬.৮ বিলিয়ন পাউন্ড (১৯.৫৩ বিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র বিক্রি করেছে।

অস্ত্র বিক্রয় বিরোধী সংগঠন এর আগে ঘোষণা করেছিল গত এক দশকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দমননীতি অবলম্বনকারী সরকার হিসেবে যে ৩০টি দেশের সরকারের নাম ঘোষণা করেছিল তার মধ্যে ২১টি দেশ ১১.৮ বিলিয়ন পাউন্ড (১৩.৭২ বিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র ব্রিটেন থেকে আমদানী করেছে।

এছাড়া, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ক্রয়কারী দেশ হিসেবে যে ৯টি দেশের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে মিসর, বাহরাইন, কাতার, সৌদি আরব, থাইল্যান্ড ও তুরস্ককে অস্ত্র বিক্রয়ের সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিচয় করানো হয়েছে। মানবাধিকারের পক্ষে সক্রিয় বিভিন্ন সংগঠনের মতে ব্রিটেন এই পদক্ষেপের মাধ্যমে প্রতিনিয়ত নাগরিক অধিকার লঙ্ঘন করে চলেছে।

এর আগে, যুক্তরাজ্য সরকার এ কথা স্বীকার করেছিল, ইয়েমেন যুদ্ধে ব্রিটেনের বিভিন্ন কোম্পানীর তৈরী অস্ত্র ব্যবহার করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এছাড়া সৌদি আরব কর্তৃক ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর অর্ধেকের বেশী ব্রিটেনেরই তৈরী।#176