‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

১২ জুলাই ২০২১

১০:৩০:৪০ AM
1159387

আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র পাঠালো তুর্কমেনিস্তান

আফগানিস্তান সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কমেনিস্তান। ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের সুর্খাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে ট্যাঙ্ক, কামান ও সাজোয়া যান রয়েছে। আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

আফগানিস্তানের তালেবান সেদেশের সীমান্তবর্তী এলাকার দখল নেয়ার পর তুর্কমেনিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়ালো।

আফগান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের দু’টি শহর দখলে নিয়েছে তালেবানরা। এর মধ্যে একটি হচ্ছে ইসলাম কালা শহর যা ইরান সীমান্তে অবস্থিত। আর অপর শহরটি হচ্ছে তুর্কমেনিস্তান সীমান্তের তুরগুন্দি।

তুরগুন্দি শহর দখলের লড়াই চলাকালে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গোলা বিনিময় হয়েছে। উভয় পক্ষ মর্টার শেল ব্যবহার করেছে। গোলা ও মর্টার শেল গিয়ে তুর্কমেনিস্তান ভূখণ্ডেও পড়েছে।#

342/