‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

১২ জুলাই ২০২১

১০:৩৬:০৫ AM
1159394

পেট্রোপণ্যের দাম কমানো না হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে: পার্থ চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পেট্রোপণ্যের দাম কমানো না হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পার্থ বাবু আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘পেট্রোল,  ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে প্রতিবাদের আজ দ্বিতীয় দিনে বেহালা পশ্চিমের বিভিন্ন ওয়ার্ডে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যেভাবে এই সমস্যা চোখ বন্ধ করে এড়িয়ে চলেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।’

রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এ ধরণের জনকল্যাণ বিরোধী নীতির বিরুদ্ধে আমদের প্রতিবাদ বিগত দিনে ছিল, আজও থাকবে।’ এরপরেও কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি পার্লামেন্টেও তুলে ধরা হবে বলে তিনি মন্তব্য করেন।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘জুন মাসেই কেবল ৬ বার পেট্রোপণ্যের দাম বেড়েছে। রাজ্য থেকে ৩ কোটি ৭১ লাখ টাকা শুধু পেট্রোপণ্যের উপরে কর ‘সেস’ বাবদ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল সেঞ্চুরি করেছে। লিটার প্রতি একশো টাকার বেশি দাম! ডিজেল একশো টাকা ছুঁইছুঁই। রান্নার গ্যাস প্রতি ব্যারেল ৫০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে সাড়ে আটশো টাকা। কেরোসিনের দামও বৃদ্ধি পেয়েছে। এরফলে সামগ্রিকভাবে সমাজে তার প্রভাব পড়ছে। পরিবহণে, পণ্য পরিবহণে, কৃষিতে ও কলকারখানায় তার প্রভাব পড়ছে। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে হেঁশেলে আগুন লেগে গেছে। লোকে বলছে আর গ্যাসে রান্না করব না।’

অবিলম্বে রান্নার গ্যাস সহ অন্যান্য পেট্রোপণ্যের দাম কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের উদেশ্যে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।   

342/