‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৩ জুলাই ২০২১

১০:১৬:৪০ AM
1159950

নেপালের সংসদ পুনর্বহাল ও দেওবাকে প্রধানমন্ত্রী করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নেপালের সুপ্রিম কোর্ট আবারও দেশটির সংসদ পুনর্বহাল ও কংগ্রেস দলের প্রধান শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ জারি করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারিকে দুই দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ছলেন্দ্র শুমসার রানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আজ (সোমবার) এই রায় দিয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত দিয়েছেন তা অসাংবিধানিক।

গত ২২ মে নেপালের প্রেসিডেন্ট পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার ২৭৫ সদস্যের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ওলির পরামর্শে প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে ১২ ও ১৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত সপ্তাহে দেশটির নির্বাচন কমিশন আগাম নির্বাচনের তফসিল ঘোষণা করে। সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে নেপালি কংগ্রেসসহ বিভিন্ন দল ও ব্যক্তির পক্ষ থেকে অন্তত ৩০টি আবেদন জমা পড়ে। এরপরই সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্দেশ দিল।#  

342/