‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৪ জুলাই ২০২১

৮:০৮:৫১ AM
1160409

আফগানিস্তানের মাজার শরিফ থেকে কূটনীতিকদের সরিয়ে নিল রাশিয়া

আফগানিস্তানের মাজার শরিফ থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি জামির কাবুলোভ বার্তা সংস্থা ইতার তাস-কে বলেছেন, বালখ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফে অবস্থিত রুশ কনস্যুলেটের কূটনীতিকরা আফগানিস্তান ছেড়েছেন। তাদেরকে অস্থায়ীভাবে উজবেকিস্তানে পাঠানো হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জামির কাবুলোভ আরও বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তা এখনও ঠিক আছে। তাদের বিপদের আশঙ্কা নেই।

এর আগে ভারত আফগানিস্তানের কান্দাহার থেকে ৫০ জন কূটনীতিক ও নিরাপত্তা কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে। তারাও বলেছে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া নয়া দিল্লি থেকে জারি করা একটি সতর্কবার্তায় আফগানিস্তানে কর্মরত ও অবস্থানরত প্রত্যেক ভারতীয়কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর তালেবান বিভিন্ন প্রদেশে নতুনকরে ব্যাপক হামলা শুরু করেছে এবং বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে।#

342/