‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৬ জুলাই ২০২১

৬:০৪:৫৪ PM
1160829

উত্তর প্রদেশে গণতন্ত্র ভেঙে পড়েছে : প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, উত্তর প্রদেশে সংবিধান ধ্বংস করা হচ্ছে, গণতন্ত্র ভেঙে পড়েছে।

আজ (শুক্রবার) তিন দিনের সফরে উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে পৌঁছে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।   

এরআগে গান্ধী মূর্তির পাদদেশে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে ২ ঘন্টা মৌনব্রত কর্মসূচি পালন করেন। প্রিয়াঙ্কা বলেন, 'প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এখানে এসেছিলেন। তিনি যোগিকে (মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ)   শংসাপত্র দিয়েছেন যে করোনার ঢেউয়ে তিনি কতটা ভাল করেছেন। দ্বিতীয়ত, তিনি বলেছেন, উত্তর প্রদেশে উন্নয়ন হয়েছে, তাই আমি জিজ্ঞেস করতে চাই এটি কী ধরণের উন্নয়ন?'   

তিনি মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বলেন, 'যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল,  তখন আপনি পঞ্চায়েত নির্বাচন করেছিলেন। কতজন লোক তখন করোনায় আক্রান্ত হয়েছিল?  কী ধরণের ব্যবস্থা করেছিলেন আপনি? কত শিক্ষক মারা গিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও আপনি নির্বাচন করিয়েছেন।

যোগী সরকারকে টার্গেট করে প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, 'রাজ্যে অপহরণের ঘটনা ঘটছে। ব্লক প্রধানের নির্বাচনে আপনারা এত সহিংসতা করেছিলেন যে, নারী প্রার্থীদের জামাকাপড় ধরে টানাটানি করা হয়েছে! সব জেলায় প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে।

এরআগে, প্রিয়াঙ্কা মহাত্মা গান্ধীজির ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং  তারপরে উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা এবং রাজ্যে ভয় ও জঙ্গলরাজের পরিবেশের বিরুদ্ধে দু'ঘন্টা ধরে মৌনব্রত পালন করেন।   কংগ্রেসের পক্ষ থেকে আজ বলা হয়েছে, উত্তর প্রদেশে আইনের শাসন শেষ হয়েছে। উত্তর প্রদেশে নারীরা নিরাপদ নন। ডাকাতি, হত্যা ও ধর্ষণ এই রাজ্যের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আজ কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী ওই ইস্যুতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময়ে প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক এতে শামিল ছিলেন। #

342/