‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৯ জুলাই ২০২১

৭:১৬:৩৩ AM
1161364

আফগানিস্তানে সরকার-তালেবান যুদ্ধ চলছে; সমাধানের আশায় কাতারে বৈঠক শুরু

কাতারের রাজধানী দোহায় আজ (শনিবার) আফগান সরকার ও তালেবানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দুই দিন ধরে এই আলোচনা চলবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানে সংঘর্ষ অব্যাহত রেখে কাতারে প্রতিনিধি পাঠিয়ে একটা সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে দুই পক্ষ।

আজকের বৈঠকে আফগান সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। গতকালই তিনি দোহায় পৌঁছেছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও দোহায়া গেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

তালেবানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছে এই গোষ্ঠীর রাজনৈতিক উপ-প্রধান মোল্লা বারাদার। আফগানিস্তান সরকারের প্রতিনিধিদলের নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ এই বৈঠক সম্পর্কে বলেছেন, দেশে সংঘর্ষ চলার মধ্যেই এই বৈঠক হচ্ছে। এর ফলে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের চেষ্টা করতে হবে।

এই বৈঠকে যুদ্ধবিরতি, অন্তর্বর্তী সরকার গঠন ও তালেবান বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানান। 

সম্প্রতি আফগানিস্তানজুড়ে নতুনকরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ জোরদার করেছে তালেবান। এই গোষ্ঠীর দাবি দেশের দুইশ' জেলা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।#  

342/