‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২০ জুলাই ২০২১

১০:৪৬:৪৯ AM
1161730

আফগানিস্তানে সংকট তীব্র হলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানে জোর করে একটি সরকার চাপিয়ে দেয়ার চেষ্টা করলে সংকটের সমাধান হবে না এবং দেশটির সংকট তীব্র হলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন সরকারের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ সোমবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সাক্ষাতে ইমরান খান ও খালিলজাদ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দেশটির শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর জোর দেন।

এ সময় পাক প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আফগানিস্তানে ব্যাপকভিত্তিক রাজনৈতিক আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানে সংঘর্ষ ও অস্থিতিশীলতা পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে না; কারণ, তাতে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত হবে।

342/