‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২০ জুলাই ২০২১

১০:৫১:৪৩ AM
1161736

ভারতে বিরোধী এমপিদের হট্টগোলের জেরে উত্তাল সংসদ, সংসদের কাজকর্ম মুলতুবি

ভারতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের হট্টগোলের জেরে সংসদের বর্ষাকালীন অধিবেশন উত্তাল হয়েছে। আজ (সোমবার) বিরোধীদের হইচই ও গোলযোগের জেরে সংসদের কাজকর্ম কয়েক দফায় স্থগিত করতে হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : অবশেষে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত অধিবেশনের কাজকর্ম মুলতুবি হয়ে যায়। আজ ১৯ জুলাই থেকে অধিবেশনের কাজ শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত।  

আজ (সোমবার) বেলা ১১ টায় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় অধিবেশনের কাজকর্ম শুরু হলে বিরোধীদলীয় এমপিরা বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ও প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্যদিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা বারবার সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানালেও প্রতিবাদী এমপিরা তাতে সাড়া দেননি।     

আজ লোকসভায় কংগ্রেস, তৃণমূল, বিএসপি এবং অকালি দলের এমপিরা মুদ্রাস্ফীতি, কৃষকদের আন্দোলন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য বিষয় নিয়ে স্লোগান দিয়ে ওয়েলে নেমে প্রদর্শন করেন। এরফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে নয়া মন্ত্রীদের পরিচয় করিয়ে দিতে পারেননি।  

বিরোধীদের হট্টগোলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমার ইচ্ছে ছিল মন্ত্রিসভার নতুন সদস্যদের সভায় পরিচয় করিয়ে দেবো। আমি ভেবেছিলাম দলিত, আদিবাসী, নারী, অনগ্রসর (ওবিসি) এবং কৃষক ও গ্রামীণ পরিবারের সন্তানেরা মন্ত্রিসভায় স্থান পাওয়া খুবই আনন্দের বিষয়। কিন্তু দেখছি অনেকেই খুশি নন। সমাজের এই শ্রেণির প্রতিনিধিদের মন্ত্রী হওয়া তাঁরা মেনে নিতে পারছেন না।’  

তীব্র গোলযোগ ও হট্টগোলের জেরে লোকসভার কাজকর্ম দুপুর ২ টা পর্যন্ত স্থগিত করা হয়। পরে অধিবেশনের কাজ শুরু হলেও অবস্থার পরিবর্তন না হওয়ায় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন স্থগিত করতে হয়। পুনরায় অধিবেশন শুরু হলে নির্ধারিত সময়ের আগেই কিছুক্ষণের মধ্যে দিনভরের জন্য অধিবেশন স্থগিত হয়ে যায়। এ সময়ে স্পিকার ওম বিড়লা আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেন। একইভাবে রাজ্যসভাতেও বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশনের কাজকর্ম আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়।  

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন মন্ত্রীদের পরিচয় করানোর সময়ে কংগ্রেস সদস্যদের হট্টগোলকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেছেন, তার ২৪ বছরের সংসদীয় জীবনে তিনি সংসদে এমন দৃশ্য দেখেননি।   

আজ পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানাতে সাইকেল চালিয়ে সংসদ ভবনে পৌঁছন। সেখানে তারা বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেন। দিল্লিতে দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে সংসদ ভবনে যান তৃণমূল এমপিরা। #  

342/