২৩ জুলাই ২০২১ - ১০:০৪
সমস্যার সমাধান করুন অসন্তুষ্ট হবেন না: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের সমস্যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (শুক্রবার) ইরানে তৈরি করোনাভাইরাসের টিকা বারাকাতের দ্বিতীয় ডোজ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এ নির্দেশ দেন। তিনি বলেন, গত কয়েকদিনের একটি বেদনাদায়ক উদ্বেগের বিষয় ছিল খুজিস্তান প্রদেশের পানি সংকটসহ অন্যান্য সমস্যা।

খুজিস্তান প্রদেশ ও এর কেন্দ্রীয় শহর আহওয়াজের পানির স্বল্পতা ও পয়োঃনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে অতীতের দিকনির্দেশনাগুলো বাস্তবায়িত না হওয়ায় সর্বোচ্চ নেতা অসন্তোষ প্রকাশ করেন।  তিনি বলেন, সেই পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে পরিস্থিতি আজকের অবস্থায় পৌঁছাতে পারত না। খুজিস্তান প্রদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও শিল্প-কারখানা থাকা সত্ত্বেও দেশের প্রতি অনুগত সেখানকার জনগণকে কষ্ট পেতে হতো না।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, খুজিস্তানের জনগণ তাদের কষ্টের কথা ক্ষুব্ধ কণ্ঠে প্রকাশ করেছেন বলে তাদের প্রতি অসন্তুষ্ট হলে চলবে না।  চরমভাবাপন্ন আবহাওয়ার মধ্যে প্রদেশটির জনগণ পানির স্বল্পতায় কষ্ট পাবে এটা মেনে নেয়া যায় না।

ইরানের সর্বোচ্চ নেতা ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধে খুজিস্তানের অধিবাসীদের সক্রিয় উপস্থিতির কথা স্মরণ করে বলেন, দেশের প্রতি বিশ্বস্ত ও অনুগত এই জনগোষ্ঠী যেন কোনোভাবে কষ্ট না পায় অবিলম্বে সে ব্যবস্থা নিতে হবে।

তিনি একইসঙ্গে ইরানের শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শত্রুরা ইরানের ইসলামি বিপ্লব ও শাসনব্যবস্থার ক্ষতি করার প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য ওৎ পেতে আছে। কাজেই তারা যাতে দেশের ক্ষতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশে পানির স্বল্পতা দেখা দিয়েছে। খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় লোকজন। তবে সরকারের পক্ষ থেকে কারুন বাঁধের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। #

342/