‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৩ জুলাই ২০২১

১০:১৪:৩৬ AM
1162519

ভারতে ফোনে আড়ি পাতা ইস্যু: মন্ত্রীর কাছ থেকে কাগজ কেড়ে নিয়ে ছিড়লেন তৃণমূল এমপি, অধিবেশন মুলতুবি

ভারতে কেন্দ্রীয় কৃষি আইন, ফোনে আড়ি পাতা ও অন্যান্য ইস্যুতে সংসদে বিরোধীদলীয় এমপি’রা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আজ (বৃহস্পতিবার) রাজ্যসভায় পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতিতে দিতে গেলে ব্যাপক বাধার সম্মুখীন হন। এ সময়ে অবস্থা চরমে উঠলে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি শান্তনু সেন মন্ত্রীর কাছ থেকে কাগজ ছিনিয়ে নেন এবং তা ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অবশেষে আগামীকাল (শুক্রবার) পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ফোনে আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ ধরণের অভিযোগের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

আজ পেগাসাস ও অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে তুমুল হইচই ও বিক্ষোভ প্রদর্শনের জেরে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম সকাল ১১ টায় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরবর্তীতে অধিবেশনের কাজ শুরু হলেও অবস্থার পরিবর্তন না হওয়ায় রাজ্যসভার অধিবেশন বেলা ২ টা পর্যন্ত স্থগিত করে দিতে হয়। অন্যদিকে, বেলা ১২ টা থেকে লোকসভার কাজকর্ম শুরু হলেও মিনিট দশেক চলার পরে ব্যাপক হট্টগোলের জেরে বেলা ২ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিতে হয়। এভাবে বিরোধীদের হট্টগোলের জেরে দফায় দফায় স্থগিত করতে হয় অধিবেশনের কাজকর্ম।    

ইহুদিবাদী পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে ১৯ জুলাই থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীরা ওই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিরোধীরা পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের তদন্তের দাবি জানালেও সরকার তাতে রাজি নয়। 

ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেতা-নেত্রী, শিল্পপতি, ব্যবসায়ীসহ ৩০০-এর বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এরমধ্যে কমপক্ষে ৪০ জন সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ওঠার পর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা।     

এদিকে আজ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে সংসদ চত্বরে অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময়ে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিসহ কংগ্রেসের অন্য এমপিরা বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন।

আজ জম্মু-কাশ্মীর কংগ্রেসের পক্ষ থেকে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময়ে প্রতিবাদী কংগ্রেস নেতা-কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে স্লোগান   দেন।     

342/